Airtel: এবার ATM, অ্যাপোলো ফার্মেসি ও বিগ বাজারে করা যাবে রিচার্জ, ঘোষণা এয়ারটেলের

করোনাভাইরাসের (COVID-19) প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী লকডাউনের মধ্যে ভারতী এয়ারটেল (Airtel) তার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল। গ্রাহকদের রিচার্জ করার জন্য একাধিক উপায় চালু করেছে তারা। এয়ারটেল ঘোষণা করেছে যে প্রিপেইড গ্রাহকরা সারা দেশে এটিএম-র (ATM) মাধ্যমে তাদের নম্বরে রিচার্জ করতে পারবে। এজন্য তারা দুটি বড় ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে। টেলিকম অপারেটরটি তাঁর গ্রাহকদের রিচার্জের সুবিধার জন্য অ্যাপোলো ফার্মেসি (Apollo Pharmacies) এবং বিগ বাজারের (Big Bazaar) সঙ্গে অংশীদার হয়েছে। জানা যাচ্ছে, আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)এবং এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) এটিএমগুলিতে এয়ারটেলের গ্রাহকরা রিচার্জ করতে পারবে। আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা এটিএম-এ তাদের এয়ারটেল নম্বরে রিচার্জ করতে পারবেন। যখন দেশব্যাপী লকডাউনের কারণে মোবাইল এবং রিচার্জের দোকানগুলি বন্ধ রয়েছে, তখন এই সুবিধা বিশেষ কার্যকর হবে বলে আশাবাদী টেলিকম অপারেটরটি।

ফাইল ছবি

নতুন দিল্লি, ৫ এপ্রিল: করোনাভাইরাসের (COVID-19) প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী লকডাউনের মধ্যে ভারতী এয়ারটেল (Airtel) তার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল। গ্রাহকদের রিচার্জ করার জন্য একাধিক উপায় চালু করেছে তারা। এয়ারটেল ঘোষণা করেছে যে প্রিপেইড গ্রাহকরা সারা দেশে এটিএম-র (ATM) মাধ্যমে তাদের নম্বরে রিচার্জ করতে পারবে। এজন্য তারা দুটি বড় ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে। টেলিকম অপারেটরটি তাঁর গ্রাহকদের রিচার্জের সুবিধার জন্য অ্যাপোলো ফার্মেসি (Apollo Pharmacies) এবং বিগ বাজারের (Big Bazaar) সঙ্গে অংশীদার হয়েছে। জানা যাচ্ছে, আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)এবং এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) এটিএমগুলিতে এয়ারটেলের গ্রাহকরা রিচার্জ করতে পারবে। আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা এটিএম-এ তাদের এয়ারটেল নম্বরে রিচার্জ করতে পারবেন। যখন দেশব্যাপী লকডাউনের কারণে মোবাইল এবং রিচার্জের দোকানগুলি বন্ধ রয়েছে, তখন এই সুবিধা বিশেষ কার্যকর হবে বলে আশাবাদী টেলিকম অপারেটরটি।

এয়ারটেলের সিইও গোপাল ভিট্টাল এক বিবৃতিতে বলেছেন, “আমরা জানি যে লোকজন এখন অনলাইনে নেই এবং তাার রিটেল আউটলেটে রিচার্জ করতে যতে পারছে না। এর সমাধানের জন্য, আমরা বেশ কয়েকটি নতুন চ্যানেল সক্রিয় করেছি - ব্যাঙ্ক এটিএম, ফার্মাসি এবং মুদির দোকান। আমরা আমাদের অংশীদারদের - এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাপোলো এবং বিগ বাজারকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের দ্রুত এই সুবিধা চালু করতে সাহায্য করেছে।" আরও পড়ুন: BSNL Providing Free 5GB Internet: গৃহবন্দি দেশবাসী ও ওয়ার্ক ফ্রম হোম কর্মীদের জন্য অফুরন্ত ইন্টারনেট পরিষেবা দিচ্ছে BSNL

সম্প্রতি, রিলায়েন্স জিও 'এটিএম এ রিচার্জ' পরিষেবা চালু করেছিল। যার কারণে তারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ডিসিবি ব্যাঙ্ক, অ্যাকসিস ব্যাহ্ক, এইউএফ ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিত্ব করেছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now