Wriddhiman Saha: ২০ বলে অবিশ্বাস্য হাফ সেঞ্চুরি ঋদ্ধিমান সাহার, আমেদাবাদে পাপালির ৮১ রানের লা জবাব ইনিংসে জবাবের সুর
রবিবার আইপিএলে একেবারে অবিশ্বাস্য ইনিংস খেললেন গুজরাট টাইটান্সের বাঙালি ওপেনার ব্য়াটার-উইকেটকিপার ঋদ্ধিমান সাহা
আমেদাবাদ, ৭ মে: রবিবার আইপিএলে একেবারে অবিশ্বাস্য ইনিংস খেললেন গুজরাট টাইটান্সের বাঙালি ওপেনার ব্য়াটার-উইকেটকিপার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি করলেন ঋদ্ধি। ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শিলিগুড়ির পাপালি। পরে ৪৩ বল করে ৮১ রানে আউট হন ঋদ্ধি। তাঁর এই অবিশ্বাস্য ইনিংস সাজানো ছিল ১০টা বাউন্ডারি, ৬টা ওভার বাউন্ডারি দিয়ে। স্ট্রাইক রেট ১৮৮.৩৭।
হাফ সেঞ্চুরি পূর্ণ করতে ঋদ্ধি মারলেন চারটি ওভার বাউন্ডারি, ৬টা বাউন্ডারি। শিলিগুড়ির ব্যাটারের কাছে ম্লান গুজরাট টাইটান্সের অপর ওপেনার শুভমন গিলের মত তারকাও।
মহসিন খান, আবেশ খান, ক্রুনাল পান্ডিয়াদের বলকে অনায়াসে মাঠের বাইরে পাঠালেন ঋদ্ধি। চলতি আইপিএলে ব্যাট হাতে দারুণ টাচে আছেন পাপালি, উইকেটের পিছনেও দারুণ পারফম করছেন। ররিবার আমেদাবাদে যে সুনামি তোলা ইনিংসটা খেললেন ঋদ্ধি, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। আইপিএলে ঋদ্ধির এটি দ্বাদশ হাফ সেঞ্চুরি। চলতি আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি তাঁর। তবে রাজস্থানের বিরুদ্ধে গত ম্যাচে ৪১ রানের অপজারিত দারুণ ইনিংস খেলেছিলেন ৩৮ বছরের ঋদ্ধি। আরও পড়ুন-রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের ম্যাচ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
আজিঙ্কা রাহানে আইপিএলে ভাল খেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়ায় জায়গা পেয়েছেন। তাহলে ঋদ্ধিমান নয় কেন! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে থাকা উইকেটকিপার শ্রীকর ভরতের চেয়ে অনেক ভাল ফর্মে আছেন ঋদ্ধি, সেটা তো বোঝাই যাচ্ছে।
দেখুন টুইট
প্রসঙ্গত, এদিন জিতলেই চলতি আইপিএলে প্লে অফে ওঠা নিশ্চিত হয়ে যাবে গুজরাট টাইটান্সের। এদিন আমেদাবাদে দুই ভাই দুটি ফ্র্য়াঞ্চাইজির অদিনায়ক হিসবে টস করতে নামলেন-গুজরাটের হার্দিক পান্ডিয়া, আর লখনৌয়ের ক্রুনাল পান্ডিয়া। লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় লখনৌয়ের অধিনায়ক হয়েছেন ক্রুনাল।