Will Young Sixer: ওভারের প্রথম পাঁচ বলে পাঁচটা ওভার বাউন্ডারি, শেষ ডেলিভারিতে ঘটল অবাক কাণ্ড, দেখুন ভিডিয়ো
নিউ জিল্যান্ডের সুপার স্ম্য়াশ টি-২০ লিগে অকল্যান্ড এস বনাম সেন্ট্রাল স্ট্যাগস ম্যাচে ঘটা এক কাণ্ড এখন ভাইরাল।
নিউ জিল্যান্ডের সুপার স্ম্য়াশ টি-২০ লিগে অকল্যান্ড এস বনাম সেন্ট্রাল স্ট্যাগস ম্যাচে ঘটা এক কাণ্ড এখন ভাইরাল। প্রথমে ব্যাট করতে নেমে অকল্যান্ড করে ৮ উইকেটে ১৯১ রান। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল স্ট্যাগসের তারকা ব্য়াটার উইল ইয়ং ইনিংসের সপ্তম ওভারের প্রথম পাঁচটা বলে ওভার বাউন্ডারি হাঁকান। বল করেছিলেন অকল্যান্ডের প্রোটিয়া বাঁ হাতি স্পিনার লুইস ডেলপোর্ট।
সেই ওভারের শেষ বলে ওভার বাউন্ডারি মারতে পারলেই ইয়ং ছয় ৬টা ছক্কার হাঁকানোর নজির গড়তে পারতেন। কিন্তু খারাপ ডেলিভারিতে পুল করে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ আউট হয়ে যান ইয়ং। পরপর পাঁচটা আর মোট ৭টা ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২৭ বলে ৬৭ রান করে আউট হন ইয়ং। আরও পড়ুন-টেস্ট দলে সুযোগ পেলেন সূর্যকুমার যাদব
দেখুন ভিডিয়ো
শেষ অবধি বৃষ্টি নামায় পুরো খেলা হয়নি। সেন্ট্রাল স্ট্যাগস ৯.২ ওভারে ২ উইকেটে ১০৮ রান করা অবস্থায় খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। ডার্ক লুইস পদ্ধতিতে ২৯ রানে হারে পরপর পাঁচ ছক্কা হাঁকানো ইয়ংয়ের দল সেন্ট্রাল স্যাগস।