Eng vs Aus 3th ODI Live Streaming: আজ জিতলেই টানা ১৫টা জিতে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ পকেটে পুড়বে অস্ট্রেলিয়া, কীভাবে বিনামূল্য়ে দেখবেন ব্রুক বনাম সল্টদের তৃতীয় ম্যাচ
ওয়ানডে ক্রিকেটে অপ্রতিরোধ্য বিশ্বচ্যাম্পিয়নরা। ৫০ ওভারের ফর্ম্যাটে টানা ১৪টি ম্যাচ জিতে এবার ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে আজ চেস্টার লি স্ট্রিটে নামছে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডর বিরুদ্ধে পাঁচ ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুটি খেলা নটিংহ্যাম ও লিডসে অনায়াসে জেতে মিচেল মার্শের নেতৃত্বে খেলা অজি দল। অপ্রতিরোধ্য ফর্ম ধরে রেখেই ফিল সল্টের দলের বিরুদ্ধে আজই সিরিজ জিততে চায় ক্যাঙারুর দেশ। সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের করা ৩১৫ রান, মাত্র ৪৪ ওভারেই তুলে নিয়েছিল অজিরা। ওপেনার ট্রাভিস হেড অপরাজিত ১৫৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন।
এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচ লিডসে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৭০ রান তোলার পর, ইংল্যান্ড মাত্র ২০২ রানে অল আউট হয়ে গিয়েছিল। সেই ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন অজি উইকেটকিপার- ব্যাটার আলেক্স কারি (৭৪)। লিডসে বল হাতে জ্বলে উঠেছিলেন দুই অজি পেসার মিচেল স্টার্ক (৩/৫০) ও জোস হ্যাজেলউড (২/৫৪)। প্যাট কামিন্সের অনুপস্থিতে সুযোগ পাওয়া অজি পেসার অ্যারন হার্ডি (২/২৬) ও দারুণ বোলিং করেন।
২০২২ সালে ভারতের মাটিতে ওয়ানড বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার যেমন সব কিছু ভাল তলছে তেমন ইংল্যান্ডের হচ্ছে ঠিক উল্টোটা। ২০২২ ওয়ানডে বিশ্বকাপে হট ফেভারিট ও চ্যাম্পিয়নের তকমা নিয়ে নেমে ভরাডুবি হয়েছিল ইংল্যান্ডের। ব্রিটিশদের সেই ভরাডুবি থেকে উদ্ধারের পথ মিলছে না। অধিনায়ক জোস বাটলারের চোট পেয়ে ছিটকে যাওয়া ঘুরে দাঁড়ানোর কাজকে আরও কঠিন করে দিয়েছে। বাটলারের জায়গায় নেতৃতক্ব ভার পেয়ে হ্যারি ব্রুক এখনও দলকে গুছিয়ে উঠতে পারেননি। তবে ইংল্যান্ড দলে ফিল সল্ট থেকে উইল জ্যাক, ব্রুক, লিয়াম লিভিংস্টোনের মত বিস্ফোরক ব্যাটার আছেন, বোলিংয়ে আছেন আদিল রশিদ। তাই ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। এবার দেখার অস্ট্রেলিয়ার অপরাজিত সুপার ১৫ রুখতে পারে কিনা ইংল্যান্ড।
কোথায়, কবে আয়োজিত হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচ?
আজ, মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ডারহামের চেস্টার লি স্ট্রিটে আয়োজিত হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচ।
কখন থেকে শুরু হবে খেলা?
ভারতীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে খেলা।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলা?
সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলাটি।
ইন্টারনেটের মাধ্যমে কীভাবে সরাসরি দেখা যাবে খেলা?
সোনি লিভ অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলাটি।