Virat Kohli: টেস্ট অধিনায়ক হিসেবে নয়া নজির বিরাট কোহলির
বিরাট কোহলি (Virat Kohli) মাঠে নামলেই রেকর্ড। এই ট্র্যাডিশনের কোনও অন্যথা হলো না এবারেও অর্থাৎ ভারত-নিউজিল্যান্ড টেস্টে (India vs New Zealand Test)। দেশের মাটিতে ভারত অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের রেকর্ডে সব অধিনায়ককে পিছনে ফেলে দিয়েছে।
মুম্বই, ৭ ডিসেম্বর: বিরাট কোহলি (Virat Kohli) মাঠে নামলেই রেকর্ড। এই ট্র্যাডিশনের কোনও অন্যথা হলো না এবারেও অর্থাৎ ভারত-নিউজিল্যান্ড টেস্টে (India vs New Zealand Test)। দেশের মাটিতে ভারত অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের রেকর্ডে সব অধিনায়ককে পিছনে ফেলে দিয়েছে। এখনও পর্যন্ত বিরাটের নেতৃত্বে দেশের মাটিতে ভারত ৩১ টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে ২৪ টিতে তারা জয়ের মুখ দেখেছে। হারের মুখ দেখতে হয়েছে মাত্র দু'টি টেস্টে। ড্র হয়েছে ৫ টি টেস্ট। যা এককথায় ঈর্ষণীয়।
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম ম্যাচ খেলেননি ভারত অধিনায়ক। বিশ্রামে ছিলেন বিরাট কোহলি। তবে মুম্বই টেস্টে মাঠে নেমেছিলেন। প্রথম ইনিংসে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল বিরাটকে। তবে দ্বিতীয় ইনিংসে ছন্দে ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া। ৩৭২ রানে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। আরও পড়ুন: জন্মদিনে টেস্ট জয়ের স্বাদ পেয়েছেন কোন কোন ভারতীয় ক্রিকেটাররা, জানুন
তবে শুধু দেশের মাটিতেই নয় বিরাটের নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট জিততে সমর্থ হয়। বলা বাহুল্য পরপর দুটি টেস্ট সিরিজ বিরাটের ভারত অজিভূম থেকে জিতে দেশে ফিরেছে। যার নজির আর অন্য কোন দেশীয় অধিনায়কের নেই।