'Virat Kohli vs Gautam Gambhir 2.0!' : খেলা শেষে মাঠের মধ্যে বাকবিতণ্ডায় জড়ালেন বিরাট ও গম্ভীর

গম্ভীরের পাশাপাশি নবীন উল হকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে কোহলি।

Virat Kohli (Photo: Twitter)

আইপিএল মানেই টানটান উত্তেজনা। আর খেলার সেই উত্তেজনার মাঝে যদি বিতর্ক, কথা কাটাকাটি শুরু হয় তাহলে তো আর খেলার মেজাজ আরও চরমে ওঠে। সেরকমই কিছু দৃশ্য দেখা গেল আইপিএল ২০২৩ রয়্যাল চ্যালেঞ্জার(Royal Challangers) বনাম লক্ষ্ণৌ সুপার জায়েন্টের (Lucknow Super Gaints)মধ্যে।

ম্যাচ শেষে দু পক্ষের মধ্যে যখন কুশল বিনিময় হচ্ছিল ঠিক তখনই বিরাট কোহলিকে দেখা গেল গৌতম গম্ভীরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে। আরসিবি ১৮ রানে ম্যাচ জিতে গেলেও গম্ভীরের সঙ্গে  কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে কোহলি। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যে বিনিময় হয়। গম্ভীরের পাশাপাশি নবীন উল হকের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে কোহলি।

ময়দানের মধ্যে দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় নতুন নয়।তবে এদিনের ঘটনায় নেটিজেনরা বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ এই ঘটনাকে বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর ২.০ নামেও অভিহিত করেছেন।