Virat Kohli: অধিনায়ক পরিবর্তনের পর এই প্রথম মুখোমুখি হতে চলেছে বিরাট-রোহিত
মুম্বই, ১২ ডিসেম্বর: টিম ইন্ডিয়ায় (Team India) এখন দুই বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক। সাদা বলের অর্থাৎ ওয়ান ডে এবং টি-২০-তে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আর লাল বল অর্থাৎ টেস্ট টিমের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। আর এই অধিনায়ক নির্বাচনের পর প্রথমবার মুখোমুখি হতে চলেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে টিম ইন্ডিয়া, তার আগে ১২ ডিসেম্বর অর্থাৎ রবিবার মুম্বইয়ে একত্রিত হবে দল। আর সেখানেই দেখা হবে বিরাট কোহলি ও রোহিত শর্মার। দুই ক্রিকেটারের সাক্ষাতের অপেক্ষায় গোটা ক্রিকেট মহল। বিসিসিআইয়ের এক আধিকারিক ইনসাইডস্পোর্টসকে বলেছেন, ‘খেলোয়াড়রা আজ মুম্বইয়ে জড়ো হবে। এতে যুক্ত থাকবেন রোহিত ও বিরাটও। তারা জৈব-সুরক্ষিত বলয়ে প্রবেশ করবে এবং ১৬ ডিসেম্বর জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হবে।’
আরও পড়ুন : Yuvraj Singh: যুবরাজ সিংয়ের এই রেকর্ডগুলি ভাঙা কঠিন থেকে কঠিনতম
অধিনায়ক নির্বাচন নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রথম মুখ খুলেছেন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ‘‘নির্বাচকদের আশা অধিনায়ক হিসাবে সাফল্য পাবে রোহিত। সেই কারণেই নির্বাচকরা ওর উপর ভরসা রেখেছে। আমি আশা করছি কী ভাবে দল সাফল্য পাবে সেই রাস্তা খুঁজে বার করবে রোহিত।’’ সৌরভের সংযোজন, ‘‘আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের রেকর্ড দুর্দান্ত। পাঁচ বার ট্রফি জিতেছে। কয়েক বছর আগে এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিল। কোহলিকে ছাড়াই ভারত জিতেছিল। কোহলিকে ছাড়া ভারতের জয় মানে বুঝতে হবে দলের শক্তি কতটা। বড় প্রতিযোগিতায় রোহিত সফল। ও একটা ভাল দল পেয়েছে। তাই আশা করছি দল ভাল খেলবে।’’
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়া তিনটি টেস্ট এবং একটি ওয়ানডে সিরিজ খেলবে। ভারতীয় দল এখনও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে পারেনি এবং এমন পরিস্থিতিতে কোচ রাহুল দ্রাবিড়ের জন্যও এই সফর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় দল ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট ম্যাচ খেলবে। দ্বিতীয় টেস্ট ৩ জানুয়ারি থেকে এবং তৃতীয় ও শেষ টেস্ট ১১ জানুয়ারি থেকে শুরু হবে।