ICC World Cup 2019: শিখর ধাওয়ানের পর এবার ছিটকে গেলেন বিজয় শঙ্কর, পরিবর্তে স্কোয়াডে এলেন মায়াঙ্ক আগারওয়াল
বার্মিংহ্য়াম, ১ জুলাই: চলতি বিশ্বকাপে প্রথম হারের ধাক্কার পর এবার চোটের কোপ। আগামিকাল, ২ জুলাই বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে নামার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর (Vijay Shankar)। পায়ের আঙুলে চোট পাওয়ায় শঙ্করের বিশ্বকাপ শেষ হয়ে গেল। শিখর ধাওয়ানের পর বিশ্বকাপ চলাকালীন আরও এক ভারতীয় ক্রিকেটার ছিটকে গেলেন।
নেটে অনুশীলনে জশপ্রীত বুমরার বলে আঙুলে আঘাত পাওয়ায় বিশ্বকাপই শেষ হয়ে গেল শঙ্করের। যেমন নাটকীয়বাবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন শঙ্কর, তেমন নাটকীয়ভাবে তাঁর অভিযানও শেষ হয়ে গেল। আরও পড়ুন-বিরাট কোহলিদের হারে হতাশ ১৭০ কোটি মানুষ!
কারণ শঙ্করের চোট দেখে প্রথমে বোঝাই যায়নি যে চোটটা এত গুরুতর হতে পারে। গতকাল, রবিবার বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ শুরুর আগে টসের সময় অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, শঙ্করের আঙুলে চোট থাকায় তিনি খেলতে পারবেন না।
গতকাল বিজয় শঙ্করের জায়গায় খেলেছেন ঋষভ পন্থ। যে পন্থ খেলেছিলেন শিখর ধাওয়ানের চোট পাওয়ায় পরিবর্ত হিসেবে। এখন দেখার বিজয় শঙ্করের পরিবর্তে কাকে নেওয়া হয়। অনেকেই বলছেন, যে আম্বাতি রায়াড়ুকে অগ্রাহ্য করে বিজয় শঙ্করকে নেওয়া হয়েছিল, সেই রায়াডু়কেই পরিবর্ত হিসেবে নেওয়া হবে। তবে অনেকেই বলছেন, মায়াঙ্ক আগরওয়ালকেই দলে নেওয়া হবে।
যদিও আরও বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা রয়েছে। শঙ্করের চোটের ফলে ভারতীয় দলে ভারসাম্যে আঘাত এল। চার নম্বরে এবার কাকে দেখা যায় সেটা দেখার। শঙ্করকে মূলত পেস বোলিং-অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছিল। এখন তাঁর পরিবর্তে কি কোনও পেসার অলরাউন্ডারকেই নেওয়া হবে! নাকি রায়াডুই আসছে। চার নম্বরে এবার যদি অভিজ্ঞতা আমদানি করতে কেকেআর ক্যাপ্টেন দীনেশ কার্তিককে দলে নেওয়া হয় অবাক হওয়ার থাকবে না।