US Open 2022: আরব কন্যার স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে খেতাব পোলিশ ইগা স্বোয়াতেক-এর
চলতি মরসুমে ফরাসি ওপেনের পর এবার মহিলাদের সিঙ্গলসে ইউএস ওপেনের খেতাব জিতলেন পোল্যান্ডের ইগা স্কোয়াতেক।
নিউ ইয়র্ক, ১১ সেপ্টেম্বর: চলতি মরসুমে ফরাসি ওপেনের পর এবার মহিলাদের সিঙ্গলসে ইউএস ওপেনের খেতাব জিতলেন পোল্যান্ডের ইগা স্কোয়াতেক। ফাইনালে আরবি কন্যা তিউনিশিয়ার আনস জাবেউরকে ৬-২, ৭-৬ (৭-৫) হারিয়ে তাঁর কেরিয়ারে তৃতীয় গ্র্যান্ডস্লাম খেতাব জিতলেন ইগা। ফরাসি ওপেন ছাড়া এই প্রথম কোনও গ্র্যান্ডসাম জিতলেন দুনিয়ার এক নম্বর মহিলা পেশাদার টেনিস খেলোয়াড় এই পোলিশ কন্যা। তাঁর মানে লাল সুঁড়কির কোর্টের পর এই প্রথম হার্ড কোর্টে খেতাব ঘরে তুললেন ইগা। ২০২০ ফরাসি ওপেন খেতাব জিতে নজির গড়েছিলেন ইগা। পোল্যান্ডের প্রথম মহিলা হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের নজির গড়েছিলেন।
ইগাই এখন মহিলাদের টেনিসের দাপট দেখাচ্ছেন। অন্যদিকে, উইম্বলডনের পর এবার ইউএস ওপেনের ফাইনালে হেরে আরব দুনিয়ার প্রথম মহিলা হিসেবে গ্র্যান্ডস্লাম জেতার নজির গড়তে অপেক্ষা করতে হবে জাবেউর-কে। আরও পড়ুন-রঞ্জির পর দলীপ ট্রফিতেও অভিষেকে সেঞ্চুরি যশ ধুলের
ট্রফি হাতে ইগা
এদিকে, আজ রাতে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি স্পেনের ১৯ বছরের তারকা কার্লোস আলকারাজ ও নরওয়ের ২৩ বছরের ক্যাসপার রুড। দু জনের মধ্যে যেই জিতুন তিনি প্রথমবার গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পাবেন। পাশাপাশি যেই জিতুন তিনি পেশাদার টেনিস Ranking-এ শীর্ষস্থানে উঠে যাবেন।