IPL 2023: মোদী স্টেডিয়ামে আইপিএলের টিকিট কিনতে গিয়ে দর্শকদের চরম হেনস্থা, অব্যবস্থার ভিডিয়ো ভাইরাল

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে চলতি আইপিএলের কোয়ালিফায়ার টু ও ফাইনাল ম্যাচ।

Narendra Modi Stadium. (Photo Credits: Twitter)

আমেদাবাদ, ২৬ মে: আমেদাবাদের (Ahmedabad)  নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আয়োজিত হবে চলতি আইপিএলের কোয়ালিফায়ার টু ও ফাইনাল ম্যাচ। আর এই দুটি ম্যাচ নিয়ে আমেদাবাদে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে উঠেছে। লক্ষাধিক দর্শক বসে খেলা দেখতে পারে মোদী স্টেডিয়ামে।

গ্যালারিতে বসে খেলা দেখার টিকিট কাটাতে গিয়ে চরম হেনস্থার মুখে পড়তে হল সাধারণ মানুষদের। চড়া রোদের মধ্যে টিকিট কাটতে এসে ঠেলাঠেলির মধ্যে পড়তে হয়। লাইন ভেঙে অনেকে ভিতরে ঢুকে পড়েন। এত লোক টিকিট কাটতে এলেও পুলিশের সংখ্যা পর্যাপ্ত ছিল না। আর একটু হলেও ভিড়ে অশান্তি, আতঙ্কে মানুষের ছোটাছুটিতে প্রাণহানিও ঘটতে পারত বলে এক প্রত্যক্ষদর্শী জানান।

দেখুন ভিডিয়ো

আজ, শুক্রবার মোদী স্টেডিয়ামে ফাইনালে ওঠার কোয়ালিফায়ার-টু-র ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ন্স ও গতবারের চ্যাম্পিন গুজরাট সুপার জায়েন্টস। এই ম্য়াচের জয়ী দল রবিবার ফাইনালে খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ফাইনাল ম্যাচটি মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারের শেষ ম্যাচ হতে পারে।