Tokyo Paralympics 2020: টোকিও প্যারালিম্পিক্সের আসরে ইতিহাস, মহিলা টেবিল টেনিসের ফাইনালে ভারতের ভাবিনা প্যাটেল

টোকিও প্যারালিম্পিক্স-র আসরে ইতিহাস। মহিলা টেবিল টেনিসের ফাইনাল উঠলেন ভারতের ভাবিনা প্যাটেল (Bhavina Patel)। শনিবার ক্লাস ফোর টেবল টেনিসের সেমিফাইনালে চিনের মিয়াও ঝাংকে ৩-২ গেমে হারিয়ে দেন ভাবিনা। খেলার ফল ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮। এর ফলে রুপো নিশ্চিত করলেন তিনি। রবিবার সোনার পদকের লড়াইয়ে বিশ্বের এক নম্বর চিনা প্যাডলার ইং ঝুয়ের মুখোমুখি হবেন ভাবিনা।

টোকিও প্যারালিম্পিক্স-র আসরে ইতিহাস। মহিলা টেবিল টেনিসের ফাইনালে উঠলেন ভারতের ভাবিনা প্যাটেল (Bhavina Patel)। শনিবার ক্লাস ফোর টেবল টেনিসের সেমিফাইনালে চিনের মিয়াও ঝাংকে ৩-২ গেমে হারিয়ে দেন ভাবিনা। খেলার ফল ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮। এর ফলে রুপো নিশ্চিত করলেন তিনি। রবিবার সোনার পদকের লড়াইয়ে বিশ্বের এক নম্বর চিনা প্যাডলার ইং ঝুয়ের মুখোমুখি হবেন ভাবিনা।

গতকালই কোয়ার্টার ফাইনালের ম্যাচে বরিস্লাভা রানকোভিচ পেরিচের বিরুদ্ধে নামেন ভাবিনা। বিশ্বের ২ নম্বর সার্বিয়ার প্রতিদ্বন্দ্বীকে ভাবিনা ৩-৯ গেমে হারিয়ে ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত করেন। আরও পড়ুন: Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানোর ম্যানচেস্টারে প্রত্যাবর্তনে সিলমোহর, নীল নয় লাল ম্যানচেস্টারেই রোনাল্ডো

মেয়ের সাফল্য ভাবিনার বাবা হাসমুখভাই প্যাটেল বলেন, "আমি আজ অনেক খুশি. ভাবিনা অবশ্যই স্বর্ণপদক জিততে চলেছে। গত ২০ বছর ধরে আমার মেয়ে টেবিল টেনিস খেলছে।"