Tokyo Olympics 2020: নাওমি ওসাকার অবাক বিদায়ে টেনিসে জাপানের মশাল নিভল
অলিম্পিকে জাপানীদের আশার মশল নিভল। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন জাপানের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ী ওসাকা। এই ওসাকাই এবারের অলিম্পিকের মশাল জ্বালিয়ে উদ্বোধন করেছিলেন। জাপানে বড় ক্রীড়াবিদের অভাব নেই।
টোকিও, ২৭ জুলাই: চলতিঅলিম্পিকে (Tokyo Olympics 2020) জাপানীদের আশার মশল নিভল। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন জাপানের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ী নাওমি ওসাকা (Naomi Osaka)। এই ওসাকাই এবারের অলিম্পিকের মশাল জ্বালিয়ে উদ্বোধন করেছিলেন। জাপানে বড় ক্রীড়াবিদের অভাব নেই। অলিম্পিকের ইতিহাসে বহু পদক জিতেছে জাপান। কিন্তু ওসাকার গ্র্যান্ডস্ল্যাম জয়টাকে জাপান মনে করে সবচেয়ে বড় সম্মানের। তাই ওসাকার হাত দিয়েই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অলিম্পিক মশাল জ্বালিয়েছিল সূর্যোদয়ের দেশ।
সেই নাওমি ওসাকা আজ মঙ্গলবার তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে হারলেন চেক প্রাজতন্ত্রের মারকেটা ভোনদ্রোউসোভার বিরুদ্ধে। ওসাকা হারেন ১-৬,৪-৬-এ। গতকাল মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাসলে বার্টি হেরে গিয়েছিলেন।
এদিকে, ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতল চিন। চলতি অলিম্পিকে শ্যুটিং থেকে এটাই চিনের প্রথম সোনা। সাঁতারে আজ আরও একটি সোনা আসায় জাপানকে টপকে পদক তালিকায় শীর্ষে উঠল আমেরিকা।
দেখুন এখন পদক তালিকায় কে কোথায়