Team India: রোহিত-বিরাটদের বিশ্রাম, ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে নেতৃত্বে শিখর ধাওয়ান, সহ অধিনায়ক জাদেজা

জল্পনাই সত্যি হল ওয়েস্ট ইন্ডিজ সফরে কার্যত দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, জশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়াদের বিশ্রাম দেওয়া হল।

Shikhar Dhawan (Photo Credits: Getty)

মুম্বই, ৬ জুলাই: জল্পনাই সত্যি হল ওয়েস্ট ইন্ডিজ সফরে কার্যত দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, হার্দিক পান্ডিয়াদের  মত তারকা ক্রিকেটারদের আসন্ন এশিয়া কাপ, টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আগামী ২২ জুলাই থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সহ অধিনায়ক হিসেবে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা। চোটের কারণে নেই লোকেশ রাহুলও। গত বছর শ্রীলঙ্কায় দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ধাওয়ান।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৬ জনের ভারতীয় দ লে শুভময় গিলকে রাখা হয়েছে। টি টোয়েন্টিতে সেঞ্চুরি করা দীপক হুডাও আছেন স্কোয়াডে। স্কোয়াডে নেই ঋষভ পন্থ, ভূবনেশ্বর কুমার, দীনেশ কার্তিকদের মত তারকারাও। দুই উইকেটকিপার হিসেবে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে স্কোয়াডে আছেন  ইশান কিষাণ ও সঞ্জু স্য়ামসন। ওপেনার হিসেবে ধাওয়ানের সঙ্গে আছেন ইশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়েড়, শুভমন গিল। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, দীপক হুডা। আরও পড়ুন: কাল থেকে শুরু ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজ, কেমন হতে পারে দু দল

ওয়ানডে সিরিজে পেসার হিসেবে আছেন শার্দুল ঠাকুর, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং। তিন স্পিনার হিসেবে জাদেজার সঙ্গে আছেন চাহাল, অক্ষর প্যাটেল।

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে ১৬ জনের ভারতীয় স্কোয়াড-

শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়েড়, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্য়ামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।  

দেখুন টুইট

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সফরের ক্রীড়াসূচি

তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের সূচি

২২ জুলাই- প্রথম ম্যাচ, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ

২৪ জুলাাই- দ্বিতীয় ম্যাচ, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ

২৭ জুলাই-তৃতীয় ম্যাচ, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের সূচি

২৯ জুলাই-প্রথম ম্যাচ, ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ

১ অগাস্ট- দ্বিতীয় ম্যাচ , সেন্ট কিটস

২ অগাস্ট-তৃতীয় ম্যাচ , ফ্লোরিডা

৬ অগাস্ট-চতুর্থ ম্যাচ, ফ্লোরিডা

৭ অগাস্ট- পঞ্চম