Rohit Sharma: টি-২০ ক্রিকেটে ওপেনিং পার্টনারশিপেও ফার্স্ট বয় ভারত

বিশ্বকাপে হারের যন্ত্রণা বোধহয় আস্তে আস্তে কমতে শুরু করবে এবার। কারণ ঘরের মাঠে নিউজিল্যান্ডকে (New Zealand ) হোয়াইট ওয়াশ (White Wash) করে কিছুটা জ্বালা যেমন মিটেছে।

Rohit Sharma. (Photo Credits: Getty Images)

মুম্বই, ২২ নভেম্বর: বিশ্বকাপে হারের যন্ত্রণা বোধহয় আস্তে আস্তে কমতে শুরু করবে এবার। কারণ ঘরের মাঠে নিউজিল্যান্ডকে (New Zealand ) হোয়াইট ওয়াশ (White Wash) করে কিছুটা জ্বালা যেমন মিটেছে। তেমনি হোয়াইটওয়াশ করার পর তৈরি হয়েছে একাধিক রেকর্ডও। তার মধ্যে আরও একটা রেকর্ড এলো ওপেনিং পার্টনারশিপে (Opening Partnership)।

প্রথম দল হিসেবে ভারতীয় ওপেনাররা পরপর ছটি ইনিংসে ৫০ প্লাস রান করার নজির গড়লেন। ইডেন গার্ডেনে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে এই নজির গড়লেন ভারতীয় ওপেনাররা। আরও পড়ুন: টি ২০-তে জয়ের নিরিখে সব দেশকে হারিয়ে দিল ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ইডেনে রোহিত শর্মা এবং ইশান কিসানের পার্টনারশিপে ৫০ প্লাস রান হওয়ার পর এই রেকর্ড তৈরি হয়। তাই ওপেনিং পার্টনারশিপে এক নম্বর হওয়ার পরিসংখ্যানটা একবার দেখে নিন-

১) ৬৯ : ভারত বনাম নিউজিল্যান্ড (রোহিত-ইশান জুটি)

২) ১১৭ : ভারত বনাম নিউজিল্যান্ড (রোহিত-রাহুল জুটি)

৩) ৫০ : ভারত বনাম নিউজিল্যান্ড (রোহিত-রাহুল জুটি)

৪) ৮৬ : ভারত বনাম নামিবিয়া (রোহিত-রাহুল জুটি)

৫) ৭০ : ভারত বনাম স্কটল্যান্ড (রোহিত-রাহুল জুটি)

৬) ১৪০ : ভারত বনাম আফগানিস্তান (রোহিত-রাহুল জুটি)

অন্যদিকে, ইডেন ম্যাচ জয়ের পর টি-২০ ক্রিকেটে আইসিসি’র (ICC) সব পূর্ণ সদস্য দেশের তুলনায় এই ফর্ম্যাটে হেড-টু-হেডে হারের থেকে বেশি জয়ের স্বাদ পেয়েছে ভারত। অর্থাৎ জয়ের নিরিখে সব দেশকে পিছনে ফেলেছে ভারত। আর এই সিরিজের আগে ভারতের থেকে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। কিন্তু ইডেন ম্যাচের পর সব অঙ্কই বদলে গেল। এবার সব দেশের থেকে টি-২০ ক্রিকেটে জয়ের নিরিখে সব দেশকে পিছনে ফেলল টিম ইন্ডিয়া।