Rafael Nadal: মরসুমের প্রথম হার নাদালের, ফাইনালে রাফাকে হারিয়ে চমক টেলরের
চলতি মরসুমে প্রথম হার টেনিস মহাতারকা রাফায়েল নাদালের। ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে অপ্রতিরোধ্য নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে চমকে দিলেন মার্কিন খেলোয়াড় টেলর ফ্রিতজ।
চলতি মরসুমে প্রথম হার টেনিস মহাতারকা রাফায়েল নাদালের (Rafael Nadal)। ইন্ডিয়ান ওয়েলসের (Indian Wells 2022) ফাইনালে অপ্রতিরোধ্য নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে চমকে দিলেন মার্কিন খেলোয়াড় টেলর ফ্রিতজ (Taylor Fritz)। অস্ট্রেলিয়ান ওপেন থেকে একটানা জিতে আসা নাদালকে কিন্তু দুরন্ত টেনিস খেলে ৬-৩,৭-৬ হারান বিশ্বের ২০ নম্বর খেলোয়াড় টেলর ফ্রিতজ।
টানা ২০টা ম্যাচে জেতা নাদালের বিজয় রথ যেভাবে থামালেন টেলর, তা দেখে টেনিস বিশ্বে নতুন তারকার জন্ম হল কি না প্রশ্ন উঠছে। এদিকে, ম্যাচ হারার পাশাপাশি চোটও পেলেন রাফা। আরও পড়ুন: বালোতিল্লিকে বাদ দিয়েই বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে নামছে ইতালি
দেখুন টুইট
চলতি মাসে মিয়ামি ওপেনে খেলছেন না রাফা। নাদাল আবার ফিরছেন এপ্রিলে মন্টো কার্লো মাস্টার্সে। তারপর নামবেন তাঁর ফেভারিট ফরাসি ওপেনে ১৪তম খেতাব জয়ের লক্ষ্যে।