India vs West Indies: কৃষ্ণার প্রসিদ্ধ স্পেলেই সিরিজ জয় টিম ইন্ডিয়ার, ১২ রান দিয়ে KKR পেসার নিলেন ৪ উইকেট

এক ম্যাচ বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে নিল ভারত। বুধবার আমেদাবাদে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ভারত।

Prasidh Krishna. (Photo Credits: ICC/Twitter)

আমেদাবাদ, ৯ ফেব্রুয়ারি: এক ম্যাচ বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে নিল ভারত। বুধবার আমেদাবাদে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ভারত। মাত্র ২৩৭ রান করেও, ক্যারিবিয়ান ইনিংস ১৯৩ রানে বেঁধে রেখে বোলারদের সৌজন্যে দুরন্ত জয় পেল টিম ইন্ডিয়া। ৯ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক কেকেআর-এর পেসার প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। সিরজের প্রথম ম্যাচে ভারত জিতেছিল ৬ উইকেটে।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটারদের ভরাডুবির মাঝে দারুণ লড়ে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ছুটি থেকে দলে ফিরে চার নম্বরে নেমে লোকেশ রাহুলও ৪৯ রানের ভাল ইনিংস খেললেন। ভুল বোঝাবুঝিতে রান আউট হন রাহুল। প্রথমবার দেশের হয়ে ওপেনার হিসেবে নেমে পন্থ করেন ১৮ রান। রোহিত শর্মা (৫), বিরাট কোহলি (১৮)-রা ব্যর্থ হন। লোয়ার অর্ডারও সেভাবে কিছু করতে পারেনি। আরও পড়ুন: 

ইডেন গার্ডেন্সের নামে মেয়ের নাম রাখলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কার্লোস ব্র্যাথওয়েট

দেখুন টুইট

অল্প রানের পুঁজি নিয়ে বল করতে নেমে আগুন ঝরান কৃষ্ণা। ব্র্যান্ডন কিং (১৮), ডারেন ব্রাভো (১)-দের ফিরিয়ে দলকে শুরুতেই জোড়া উপহার দেন। এরপর চাহাল আক্রমণে এসে ফেরান সাই হোপ (২৭)-কে। পোলার্ডের জায়গায় আজ দেশকে নেতৃত্ব দেওয়া নিকোলাস পুরান (৯)-কে আউট করে ক্যারিবিয়ানদের পুরোপুরি কোণঠাসা করে দেন কৃষ্ণা। ব্রুকস, হোসেন চেষ্টা করলেও সিরিজ জিততে ভারতকে আর বিশেষ কষ্ট করতে হয়নি। শনিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটা ভারতের কাছে হোয়াইটওয়াশ করে জেতার হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফেরার পর, এবার দেশের মাটিতে ক্যারিবিয়ানদের চুনকাম করার মুখে টিম ইন্ডিয়া। ওয়ানডে সিরিজ শেষেই কলকাতায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি-তে খেলবে ভারত।



@endif