IPL Auction 2025 Live

T20 World Cup 2021: আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে সুপার ১২ অভিযান শুরু বাংলাদেশের, কখন কীভাবে সরাসরি দেখবেন সাকিবদের খেলা

স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কা সামলে সুপার ১২-তে ওঠার ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ। এবার মাহমুদুল্লাহদের সামনে নতুন চ্যালেঞ্জ, সুপার ১২-তে চমকে দেওয়া।

Shakib Al Hasan. (Photo Credits: Twitter)

শারজা, ২৪ অক্টোবর: টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কা সামলে সুপার ১২-তে ওঠার ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। এবার মাহমুদুল্লাহদের সামনে নতুন চ্যালেঞ্জ, সুপার ১২-তে চমকে দেওয়া। রবিবার, দিনের প্রথম ম্যাচে শারজায় সাকিবদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যে শ্রীলঙ্কা কোয়ালিফিকেশন বা গ্রুপ পর্বে তথাকথিত ছোট দলগুলির বিরুদ্ধে নিখুঁত ক্রিকেট খেলেছে। যদিও সুপার ১২-তে অন্যরকম খেলা।

শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচকে ৫০:৫০ বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দুটো দলেরই শক্তি স্পিন বোলিংয়ে। তবে সাকিবের মত ক্রিকেটার থাকায় বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকার কথা। শারজার পিচে লো স্কোরিং ম্যাচ হতে পারে। আইপিএলের সময়ই দেখা গিয়েছে প্রথম ব্যাট করে ১৩০ রান করলেও জেতা যায়। এই পিচেই ক দিন আগে কেকেআর-এর সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা দাপিয়েছেন। এমন পিচে দু দলের স্পিনাররাই জয়-পরাজয়ে বড় ভূমিকা নিতে পারেন। টসে জিতে রান তাড়া করে জেতার কথাই ভাববেন অধিনায়করা। প্রথমে ব্যাট করে টার্গেট সেট করাই প্রধান চ্যালেঞ্জ হবে। আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে আজ ভারত বনাম পাকিস্তান, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

টি২০ বিশ্বকাপে সুপার ১২-তে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ কবে কখন শুরু হবে

এই ম্যাচ রবিবার, ২৪ অক্টোবর, শারজায় ভারতীয় ময় দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে

টি২০ বিশ্বকাপে সুপার ১২-তে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ টিভিতে কোথায় দেখা যাবে

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দুপুর সাড়ে ৩টে থেকে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি-তে সরাসরি ইংরেজি কমেন্ট্রিতে দেখা যাবে ম্যাচ।

অনলাইনে কীভাবে সরাসরি দেখা যাবে ম্যাচ

ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে এই খেলা।