FIFA World Cup 2022: পর্তুগালকে হারিয়ে নাটকীয় কায়দায় নক আউটে দক্ষিণ কোরিয়া, জিতেও বিদায় উরুগুয়ে

এশিয় ফুটবলের জয়। পর্তুগালকে ইনজুরি টাইমে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নক আউট রাউন্ডে উঠে গেল দক্ষিণ কোরিয়া।

South Korea Football Team. (Photo Credits: Facebook)

দোহা, ২ ডিসেম্বর: এশীয় ফুটবলের জয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে ইনজুরি টাইমে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (World Cup 2022) নক আউট রাউন্ডে উঠে গেল দক্ষিণ কোরিয়া (South Korea)। ঘানাকে জোড়া গোলে হারিয়েও বিদায় নিল উরুগুয়ে। দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে দুটি দলই ৪ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করল। দুটি দলই গোলপার্থক্য সমান। কিন্তু গ্রুপ পর্বে উরুগুয়ের চেয়ে দুটি গোল বেশি করার সুবাদে টানা দুটি বিশ্বকাপে কোরিয়া প্রি কোয়ার্টার ফাইনালে উঠল। পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ম্যাচ ৯০ মিনিট পর্যন্ত ১-১ ছিল। ম্যাচের ৫ মিনিটে রিকার্ডো হোরতার গোলে এগিয়ে যায় পর্তুগাল। এরপর ২৭ মিনিটে কোরিয়াকে সমতায় ফেরান কিম ইয়ং গোয়ান। ওদিকে, তখন উরুগুয়ে ম্যাচের ৩২ মিনিটের মধ্যে ২-০ গোলে ঘানার বিরুদ্ধে এগিয়ে ছিল।

বোঝাই যাচ্ছিল, যেদিকে চলছে তাতে পর্তুগালের সঙ্গে উরুগুয়ে শেষ ষোলোয় উঠেছে। কিন্তু দোহার এডুকেশন সিটি সেন্টারে ম্যাচের ইনজুরি টাইমে বদলে গেল সব কিছু। ৯১ মিনিটে হেওয়াং হে-চেনের গোলে পর্তুগালকে হারিয়ে ৪ পয়েন্টে পৌঁছে যায় দক্ষিণ কোরিয়া। এডুকেশন সিটি সেন্টার স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া জয়সূচক গোল করতেই রিজার্ভ বেঞ্চে বসে সে কী কান্না উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজের। কারণ ঘানার বিরুদ্ধে আর গোল করতে না পারলে গোল কম করার বিচারে ছিটকে যাবে উরুগুয়ে। অনেক চেষ্টা করেও ঘানার বিরুদ্ধে আর গোল করতে পারেনি দু বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে জাপানের পর কোরিয়া উঠে গেল শেষ ষোলোয়। সুয়ারেজরা চোখের জল ফেলে বিদায় নিলেন। ড্র করলে ঘানার সামনেও সুযোগ ছিল, কিন্তু তেমন কিছু হল না। আরও পড়ুন-আয়েষার জন্যই ঘর ভাঙছে সানিয়ার? শোয়েবের সঙ্গে বিয়ে নিয়ে কী বললেন পাক অভিনেত্রী

দেখুন টুইট

জাপানের পর এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে নক আউটে খেলবে দক্ষিণ কোরিয়া। এশিয়ার ফুটবলের নিয়ামক সংস্থা এএফসি থেকে অস্ট্রেলিয়াকে নিয়ে মোট তিনটি দেশকে নক আউটে খেলতে দেখা যাবে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম নক আউটে খেলবে AFC- তিনটি দেশ। যেখানে লাতিন আমেরিকার মাত্র দুটি দেশ প্রি কোয়ার্টার ফাইনালে খেলবে।

দেখুন টুইট

প্রি কোয়ার্টার ফাইনালে খুব সম্ভবত ব্রাজিলের বিরুদ্ধে খেলতে চলেছে দক্ষিণ কোরিয়া। আর পর্তুগালের শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ সুইজারল্যান্ড/সার্বিয়া/ক্যামেরুন।

দেখুন ছবিতে

গ্রুপ এইচ-র পয়েন্ট টেবিল

পর্তুগাল: ৬ পয়েন্ট ((স্বপক্ষে গোল ৬, বিপক্ষে ৪)

দক্ষিণ কোরিয়া: ৪ পয়েন্ট (স্বপক্ষে গোল ৪, বিপক্ষে ৪)

উরুগুয়ে: ৪ পয়েন্ট (স্বপক্ষে গোল ২, বিপক্ষে ২)

ঘানা: ৩ পয়েন্ট ((স্বপক্ষে গোল ৫, বিপক্ষে ২৭)

(গোলপার্থক্যে সমান সমান দক্ষিণ কোরিয়া-উরুগুয়ে। তবে কোরিয়া গোল করেছে ৪টি, আর উরুগুয়ে করেছে দুটি। সেই বিচারে নক আউটে উঠল দক্ষিণ কোরিয়া)