Sourav Ganguly: সিএবি নির্বাচনে লড়বেন সৌরভ গাঙ্গুলি, দাদা থাকছেন ক্রীড়া প্রশাসনেই

খেলোয়াড় জীবনে বঞ্চিত হয়েও হাল ছাড়েননি। ক্রীড়া প্রশাসক হিসেবে ষড়যন্ত্রের শিকার হয়েও ময়দান ছাড়লেন না।

Sourav Ganguly (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৫ অক্টোবর: খেলোয়াড় জীবনে বঞ্চিত হয়েও হাল ছাড়েননি। ক্রীড়া প্রশাসক হিসেবে ষড়যন্ত্রের শিকার হয়েও ময়দান ছাড়লেন না। বোর্ড সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর আবার সিএবি-তে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ জানালেন তিনি আসন্ন সিএবি সভাপতি নির্বাচনে লড়বেন।

শনিবার সিএবি-তে এসে সৌরভ গঙ্গোপাধ্য়ায় জানান, বিরোধীর সঙ্গে কোন রকম সমঝোতা নয়। সিএবি প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন তিনি। আরও পড়ুন-মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত, শ্রীলঙ্কাকে হেলায় হারালেন হ্যারিরা

দেখুন টুইট

অথচ বৃহস্পতিবার সৌরভ এক বেসরকারী ব্যাঙ্কের অনুষ্ঠানে বলেছিলেন, তাঁকে এবার নতুন কোনও কিছ করতে দেখা যেতে পারে। প্রসঙ্গত, বোর্ড সভাপতি থেকে সরে সৌরভকে আইপিএল চেয়ারম্যান হতে বলা হয়েছিল। সৌরভ তাতে রাজি হননি।

সৌরভের জায়গায় বিসিসিআই সভাপতি হতে চলেছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। প্রথমে ঠিক হয়েছিল সৌরভকে আইসিসি-তে পাঠানো হতে পারে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে দাদার আইসিসি-তে যাওয়ার সম্ভাবনা কম।