Shubman Gill: রোহিতের হাত থেকে বর্ষসেরার পুরস্কার নিয়ে গিলের মুখে সচিনের কথা

সারাটা বছর ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএলে ভাল খেলার পুরস্কার পেলেন ভারতের তারকা ওপেনার শুবমন গিল (Shubman Gill)।

সারাটা বছর ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএলে ভাল খেলার পুরস্কার পেলেন ভারতের তারকা ওপেনার শুবমন গিল (Shubman Gill)। ঐতিহ্যের সিয়েট 'ক্রিকেটার অফ দ্য ইয়ার' পুরস্কার পেলেন গিল। বর্ষসেরা ক্রিকেটার গিলের হাতে পুরস্কার দিলেন টিম ইন্ডিয়ায় তার ওপেনিং জুটি তথা ভারত অধিনায়ক রোহিত শর্মার হাত থেকে। বর্ষসেরার পুরস্কার জিতে গিলেন মুখে সচিন তেন্ডুলকরের কথা। গিল বললেন, " যবে থেকে আমি ক্রিকেট খেলছিল, তখন থেকেই সচিন তেন্ডুলকর আমার অনুপ্রেরণা।"বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের পাশাপাশি সিয়েট ওয়ানডে ক্রিকেটার অফ দ্যইয়ার বা বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হলেন গিল।

সিয়েটের বিচারে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন নিউ জিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। বর্ষসেরা টি-২০ ব্যাটারের পুরস্কার পেলেন সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক ক্রিকেটে বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন ইংল্যান্ডের কিউই কোচ ব্র্যান্ডন ম্যাকালাম। ম্যাকালেম ব্যাজবল নীতি বিশ্ব ক্রিকেটকে মাতিয়ে দিয়েছে। আরও পড়ুন-এশিয়া কাপ ২০২৩-এর জন্য রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ঘোষণা বিসিসিআই এর (দেখুন টুইট)

দেখুন টুইট

সিয়েটের বিচারে বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার তুলে দেওয়া হল ভারতের তারকা দীপ্তি শর্মা-র হাতে। দলে জায়গা না পেলেও বর্ষসেরা টি-২০ বোলারের পুরস্কার পেলেন ভূবনেশ্বর কুমার।