Shubman Gill: গুগলে পাকিস্তানে সবচেয়ে বেশি সার্চের সেরা দশে শুভমন গিল, নেই বাবর আজম
ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে গিল ২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা অ্যাথলিটদের মধ্যে নবম স্থানে ছিলেন
চলতি বছরে পাকিস্তানে গুগল সার্চে সেরা ১০ জনের মধ্যে উঠে এসেছেন ভারতীয় ওপেনার শুভমন গিল (Shubman Gill)। তবে Geo News-এর খবর অনুসারে এই তালিকায় জায়গা হয়নি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই এখনও পর্যন্ত নিজের সংক্ষিপ্ত কেরিয়ারের সেরা বছর উপভোগ করেছেন শুভমন গিল। শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তবে প্রতিবেশী ক্রিকেটপ্রেমীরা মনে হচ্ছে এই স্টাইলিশ ডানহাতি ব্যাটসম্যানকে দেখে সবচেয়ে বেশী মুগ্ধ। ভারতের তিনি এই বছর যথেষ্ট জনপ্রিয়। গিলের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় এ বছর ভারতে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ব্যক্তিদের তালিকায় বলিউড তারকা কিয়ারা আদভানির (Kiara Advani) পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে গিল ২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা অ্যাথলিটদের মধ্যে নবম স্থানে ছিলেন। Cricket Debut 2023: রিঙ্কু সিং থেকে মুকেশ কুমার, এই বছরে অভিষেক হয়েছে যাদের
২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা অ্যাথলিটদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন আমেরিকান ফুটবল দামার হ্যামলিন (Damar Hamlin)। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপে। এরপর রয়েছেন আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসে (Travis Kelce)। চতুর্থ স্থানে রয়েছে বাস্কেটবলের জা মোরান্ট (Ja Morant)। এরপর পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফুটবলার হ্যারি কেন (Harry Kane)। এরপরের দুই স্থানে রয়েছে টেনিসের দুই তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic) এবং কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। তারপরেই জায়গা করে নিয়েছে ক্রিকেটের দুই নব তারকা রচিন রবীন্দ্র (Rachin Ravindra) এবং শুভমন গিল (Shubman Gill) এবং দশম স্থানে রয়েছেন বাস্কেটবল তারকা কাইরি আরভিং (Kyrie Irving)। আশ্চর্যজনকভাবে সেরা দশে নেই মেসি, রোনালদো, বিরাট এবং রোহিত।