Kylian Mbappé Al Hilal: রোনাল্ডোর চেয়ে দেড় গুণ বেশী অর্থে এমবাপেকে দলে নিতে ঝাঁপাল সৌদির ক্লাব, পিএসজি-র ফরাসি তারকাকে আল হিলালের প্রস্তাব ২৭১৬ কোটি টাকার

ফুটবল ট্রান্সফারে অর্থ অফারের বিষয়ে নয়া নজির গড়ার পথে সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলালের।

Kylian Mbappe. (Photo Credits: Euro Sports/Twitter)

ফুটবল ট্রান্সফারে অর্থ অফারের বিষয়ে নয়া নজির গড়ার পথে সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলালের। লিওনেল মেসিকে না পেয়ে এবার ফ্রান্স তথা পিএসজি-র তারকা কিলিয়ান এমবাপের জন্য রেকর্ড অর্থ অফার করল আল হিলাল। সৌদির এই ক্লাব ফ্রান্সের মহাতারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে দলে নিতে ৩৩২ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৭১৬ কোটি ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা। যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে গত মরসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলারে দলে নেয় সৌদি আরবের ক্লাব আল নাসের। সব ঠিকঠাক থাকলে, আগামী মরসুমে সৌদি লিগে রোনাল্ডো বনাম এমবাপে দ্বৈরথ দেখা যেতে পারে। সৌদি লিগে খেলতে চলেছেন এমবাপের দেশের খেলার সতীর্থ করিম বেঞ্জেমা, কন্তেও।

যদিও এমবাপেকে ছাড়তে রাজি নয় পিএসজি। অবশ্য আল হিলাল যে অর্থ অফার করছে, তাতে এমবাপেকে পিএসজি-র পক্ষে ধরা রাখা কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মেসিকে দলে পেতে বছরে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার তৈরি ছিল আল হিলাল। মেসি অবশ্য সৌদিতে খেলতে না চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামেতে যোগ দেন। আরও পড়ুন-কলম্বো টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ১৬৬ রানে অল আউট শ্রীলঙ্কা

দেখুন টুইট

প্য়ারিস সাঁ জা থেকে এমবাপেকে নিতে ঝাঁপিয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা,ইংল্যান্ডের টটেনহ্যাম, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালির ইন্টার মিলানও। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপে এখন বিশ্ব ক্লাব ফুটবলের কোহিনুর হয়ে গিয়েছেন। গত মরসুমে সৌদি লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল হিলাল রানার্স হয়, আর তৃতীয় স্থানে শেষ করে আল হিলাল। এবার সৌদি লিগ জিততে মরিয়া আল হিলাল এমবাপাকে নিতে ঝাঁপাল।



@endif