Sachin Tendulkar to Flag Off Kolkata Full Marathon: কলকাতায় ফুল ম্যারাথনের উদ্বোধনে শচীন, প্রতিযোগিতায় অংশ নেবেন ১২ হাজার প্রতিযোগী
কিছুদিন আগেই মুম্বইয়ে মিডলসেক্স তেন্ডুলকার গ্লোবাল অ্যাকাডেমির উদ্বোধন করেছিলেন শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar)। এবার কলকাতায় ম্যারাথনের ফিতে কাটতে চলেছেন তিনি। আইডিবিআই ফেডারেল লাইফ ইনস্যুরেন্স কলকাতা-র তরফে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। যেখানে ১২ হাজার জন রানার একসঙ্গে রাস্তায় নামতে চলেছেন। শহর কলকাতার পাশাপাশি গোটা দেশজুড়ে একাধিক প্রতিযোগী নাম লিখিয়েছেন ম্যারাথনের জন্য। রেড রোড (Red Road) থেকে শুরু হবে এই ম্যারাথন। মোট চারটি ক্যাটাগরিতে ম্যারাথন হবে। আর সেই চারটি ক্যাটাগরির মধ্যে রয়েছে- ফুল ম্যারাথন (Full Marathon), হাফ ম্যারাথন, টাইমড ১০কে এবং ৫কে ফান রান। আইডিবিআই ফেডারেল লাইফ ইনস্যুরেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার শচীন। এই ম্যারাথন ঘিরে আপাতত কলকাতার রেডরোডে চরছে উত্তেজনার পারদ।
কলকাতা, ৩০ জানুয়ারি: কিছুদিন আগেই মুম্বইয়ে মিডলসেক্স তেন্ডুলকার গ্লোবাল অ্যাকাডেমির উদ্বোধন করেছিলেন শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar)। এবার কলকাতায় ম্যারাথনের ফিতে কাটতে চলেছেন তিনি। আইডিবিআই ফেডারেল লাইফ ইনস্যুরেন্স কলকাতা-র তরফে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। যেখানে ১২ হাজার জন রানার একসঙ্গে রাস্তায় নামতে চলেছেন। শহর কলকাতার পাশাপাশি গোটা দেশজুড়ে একাধিক প্রতিযোগী নাম লিখিয়েছেন ম্যারাথনের জন্য। রেড রোড (Red Road) থেকে শুরু হবে এই ম্যারাথন। মোট চারটি ক্যাটাগরিতে ম্যারাথন হবে। আর সেই চারটি ক্যাটাগরির মধ্যে রয়েছে- ফুল ম্যারাথন (Full Marathon), হাফ ম্যারাথন, টাইমড ১০কে এবং ৫কে ফান রান। আইডিবিআই ফেডারেল লাইফ ইনস্যুরেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার শচীন। এই ম্যারাথন ঘিরে আপাতত কলকাতার রেডরোডে চরছে উত্তেজনার পারদ।
আগামী ২ ফেব্রুয়ারি হতে চলেছে এই ম্যারাথন প্রতিযোগিতা। ম্যারাথন প্রসঙ্গে শচীন বলেন, 'গোটা দেশ থেকে একাধিক প্রতিযোগিতা এই ম্যারাথনে অংশগ্রহণ করছেন। কলকাতার এই ম্যারাথন সাধারণ মানুষের জীবনযাপনেও স্বাস্থ্যকর প্রভাব ফেলে। স্পোর্টস লাভিং নেশন থেকে স্পোর্টস প্লেয়িং স্টেশন হওয়ার পথে এই দেশ।'
এই ম্যারাথনের তত্ত্বাবধানে রয়েছে NEB Sports। ইতিমধ্যেই এআইএমএস (Association of International Marathons and Distance Races)-র তরফে সার্টিফায়েড করা হয়েছে এই ম্যারাথনকে। অন্যদিকে, এএফআই (Athletics Federation of India)-র সঙ্গে অ্যাসোসিয়েশনে রয়েছে এই ম্যারাথন প্রতিযোগিতা। আরও পড়ুন: Dilip Ghosh: ‘এমন রাজনীতি করুন যাতে জেলে যেতে হয়’, ‘চায়ে পে চর্চা’য় দলীয় কর্মীদের নয়া দাওয়াই দিলীপ ঘোষের
অন্যান্য বছরের মত এবছরও প্রায় ৩৫০০জন উচ্চ-প্রশিক্ষিত পুরুষ এবং মহিলা রানার এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। কর্পোরেট দুনিয়ারও অনেকেই এই ম্যারাথনে যোগ দিচ্ছে। এছাড়া দক্ষিণী প্রয়াস নামের একটি এনজিও থেকে ৩০ জন শিশুও এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে বলে জানা গিয়েছে। এই সংস্থাটি সাধারণত সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে।
প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন ১০০কে ক্যাটাগরিতে ফাস্টেস্ট ভারতীয় মহিলা রানার অঞ্জলি সারাওগি। যিনি বিশ্বের দরবারে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। অন্যদিকে, এই ক্যাটাগরিতেই ফাস্টেস্ট ভারতীয় পুরুষ রানার দীপক বান্দবেও। ম্যারাথন প্রতিযোগিতায় সবথেকে কনিষ্ঠ প্রতিযোগি হল সাত বছরের প্রদ্যুত্তি। ৫কে ফান রানে যোগ দেবেন তিনি। অন্যদিকে সবথেকে বরিষ্ঠ প্রতিযোগী হলেন বছর ৮৬-র জনার্দন বি আর।