Rohit Sharma: অনুশীলনে চোট, দক্ষিণ আফ্রিকা টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা
মুম্বই, ১৩ ডিসেম্বর: বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বিমান ধরার কথা টিম ইন্ডিয়ার (Team India)। তবে তার আগেই বিরাট দুঃসংবাদ ভারতীয় দলের জন্য। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের অনুশীলনে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বদলে সদ্য প্রোটিয়া এ দলের বিরুদ্ধে তিনটি বেসরকারি টেস্টে ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়া প্রিয়াঙ্ক পাঞ্চাল ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন। যদিও এই সিরিজে ভারতের সহ-অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অন্যদিকে, এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ‘‘নির্বাচকদের আশা অধিনায়ক হিসাবে সাফল্য পাবে রোহিত। সেই কারণেই নির্বাচকরা ওর উপর ভরসা রেখেছে। আমি আশা করছি কী ভাবে দল সাফল্য পাবে সেই রাস্তা খুঁজে বার করবে রোহিত।’’ সৌরভের সংযোজন, ‘‘আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের রেকর্ড দুর্দান্ত। পাঁচ বার ট্রফি জিতেছে। কয়েক বছর আগে এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিল। কোহলিকে ছাড়াই ভারত জিতেছিল। কোহলিকে ছাড়া ভারতের জয় মানে বুঝতে হবে দলের শক্তি কতটা। বড় প্রতিযোগিতায় রোহিত সফল। ও একটা ভাল দল পেয়েছে। তাই আশা করছি দল ভাল খেলবে।’’
আরও পড়ুন : Sourav Ganguly: ওডিআই নেতৃত্ব নিয়ে মুখ খুললেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের পরই টি-২০ আন্তর্জাতিকে তিনি আর অধিনায়কত্ব করবেন না। এ প্রসঙ্গে সৌরভ জানিয়েছিলেন, কোহলীকে টি২০ বিশ্বকাপের অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেছিল বোর্ড। কিন্তু কোহলি নেতৃত্ব ছেড়ে দেন। তার পরে নির্বাচকরা সিদ্ধান্ত নেন সাদা বলের ক্রিকেটে এক জনকেই অধিনায়ক করা হবে। তারপরই রোহিত শর্মাকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক নির্বাচিত করা হয়।