Rohit Sharma: বিরাট কোহলিকে নিয়ে বড় কথা বললেন রোহিত শর্মা

আজকের ম্যাচ দিয়েই ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছে দ্রাবিড়-রোহিত জুটি। তাই সব নজর যে এই দুই জুটির দিকে থাকবে তা বলাই বাহুল্য। এককথায় আজ থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলে দ্রাবিড় সভ্যতা (Rahul Dravid)। রবি শাস্ত্রী (Ravi Shastri)-র পর ভারতীয় দলের দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছেন কোচ দ্রাবিড়। ক্রিকেটার হিসেবে স্মরণীয় কেরিয়ারের পর ভারতীয় সিনিয়র দলের কোচ হিসেবে দ্রাবিড় কতটা সফল হন সেটাই দেখার।

Virat Kohli and Rohit Sharma (Photo Credits: Getty Images)

জয়পুর, ১৭ নভেম্বর: আজকের ম্যাচ দিয়েই ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) -রোহিত শর্মা (Rohit Sharma) জুটি। তাই সব নজর যে এই দুই জুটির দিকে থাকবে তা বলাই বাহুল্য। এককথায় আজ থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলে দ্রাবিড় সভ্যতা (Rahul Dravid)। রবি শাস্ত্রী (Ravi Shastri)-র পর ভারতীয় দলের দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছেন কোচ দ্রাবিড়। ক্রিকেটার হিসেবে স্মরণীয় কেরিয়ারের পর ভারতীয় সিনিয়র দলের কোচ হিসেবে দ্রাবিড় কতটা সফল হন সেটাই দেখার। দেশের জুনিয়র দলের হয়ে তিনি ইতিমধ্যেই বিশ্বকাপ জিতেছেন।

আজ, বুধবার রাজস্থানের সোয়াইমান সিং স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে নামার আগে রাহুল দ্রাবিড় জানালেন, আমার বিভিন্ন ফর্ম্যাটের জন্য আলাদা আলাদা দল চাইছি না ঠিকই, কিন্তু আলাদা আলাদা ফর্ম্যাটের জন্য কিছু আলাদা ক্রিকেটার থাকবেই। আরও পড়ুন: দ্রাবিড় সভ্যতার প্রথম ম্যাচে সম্ভাব্য ভারতীয় একাদশ দেখে নিন

তবে আজ থেকে টি-২০ অধিনায়ক হিসেবে যাত্রা শুরু রোহতি শর্মার। এই টি-২০ সিরিজ থেকে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু বিরাট কোহলি ফিরলে দলে তাঁর ভূমিকা কী হবে এই প্রশ্ন করা হয় রোহিতকে। রোহিতের জবাব, ‘‘খুব সহজ। আগে যা ভূমিকা ছিল, ঠিক তাই। বিরাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ওর অভিজ্ঞতা অনেক। ও যে ম্যাচে খেলে, সেখানে প্রভাব রেখে যায়। আর ব্যাট করার সময় পরিস্থিতি অনুযায়ী আমাদের ভূমিকা বদলে যায়। বিরাট ফিরে এলে দল আরও শক্তিশালী হবে।’’

কোহলি যেমন বিশ্রামে, তেমনই শেষ মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেন উইলিয়ামসন। নিউজ়িল্যান্ড অধিনায়ক না থাকায় কি লড়াইটা সহজ হয়ে গেল? রোহিত মানছেন না। বলছেন, ‘‘নিউজ়িল্যান্ড দল হিসেবে খেলে। উইলিয়ামসন না খেলাটা অবশ্যই বড় ধাক্কা। কিন্তু ওদের এমন সব ক্রিকেটার আছে, যারা ম্যাচটা বার করে নিয়ে যেতে পারে। বিশ্বকাপে সেটা সবাই দেখেছে।’’ পাশাপাশি রোহিতের সংযোজন, ‘‘দল নিয়ে আমাদের নানা পরিকল্পনা আছে। যা আমরা এই সিরিজ থেকে প্রয়োগ করতে চাই।’’