Eden Gardens: ইডেন ম্যাচে প্রথম একাদশ নিয়ে সোজাসাপটা অধিনায়ক রোহিত শর্মা

ইডেন ম্যাচে প্রথম একাদশ নিয়ে সোজাসাপটা অধিনায়ক রোহিত

Harshal Patel. (Photo Credits: Twitter)

কলকাতা, ২০ নভেম্বর: নিউ জিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি-২০ সিরিজে পরপর দুটি ম্যাচ জেতায় সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া (Team India)। তাই ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ম্যাচ নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু টিম ইন্ডিয়ার লক্ষ্য হোয়াইট ওয়াশ। তাই ইডেন ম্যাচ কোনও ভাবেই হালকা ভাবে নিতে রাজি নয় ভারতীয় দল।

তাহলে প্রথম একাদশে কি বদল আসবে ? এই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানান, ‘এটা তরুণ দল এবং খেলেয়াড়রা খুব বেশি ক্রিকেট খেলেনি। ওদের ম্যাচে সুযোগ পাওয়া অবং সময় কাটানোটা জরুরি। পরের ম্যাচে কী করব না করব সেটা নিয়ে এখনই ভাবার সময় আসেনি। ভারতীয় দলের স্বার্থে আমরা সেরাটাই বাছব। যারা এখন খেলছে, তাদের ঠিকভাবে দেখভাল করা উচত আমাদের।’

রোহিত শর্মার সংযোজন, ‘ওরা (যারা বেঞ্চে রয়েছেন) যে খুব বেশি ক্রিকেট খেলেনি এটা সত্যিই। যারা এখনও অবধি দলে সুযোগ পাননি তাদের সময়ও আসবে। এখনও (অদূর ভবিষ্যতে) প্রচুর টি-টোয়ন্টি ম্যাচ বাকি রয়েছে।’ আরও পড়ুন: রোহিত-রাহুল জুটিতে টি-২০ ক্রিকেটে অনন্য রেকর্ড

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপে হতাশজনক পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেটে আবার হাসি মুখ। ভারতীয় সমর্থকদের মধ্যে হাসি ফুটছে। দ্রাবিড় সভ্যতার শুরুতেই ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফোটাতে সমর্থ হলো রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা জুটি। নিউজ্ল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে একটি ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।

পাশাপাশি, গতকালের ম্যাচে সপ্তম ওপেনিং জুটি এবং রোহিত-শিখরের পর দ্বিতীয় ভারতীয় জুটি হিসেবে ১০০০ রান করার মাইলফলক পার করলেন রোহিত-রাহুল। অস্ট্রেলিয়া বাদ দিয়ে একমাত্র ভারতের দুই ওপেনিং জুটি এই মাইফলক পার করেছে। রোহিত-ধাওয়ান জুটি ৫২ ম্যাচে ১৭৪৩ রান করলেও রোহিত-রাহুল জুটি ৫৫ গড় নিয়ে মাত্র ১৯ ম্যাচেই হাজার রানের গন্ডি পার করে ফেলল।