KKR vs RCB, IPL 2022 Match Live Streaming: একটু পরেই শুরু কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ, সরাসরি দেখবেন যেভাবে

মহেন্দ্র সিং ধোনিদের হারানোর পর এবার কলকাতা নাইট রাইডার্সের সামনে এবার বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

KKR. (Photo Credits: Twitter)

মুম্বই, ৩০ মার্চ: মহেন্দ্র সিং ধোনিদের হারানোর পর এবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) সামনে এবার বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আজ, বুধবার সন্ধ্যায় নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ফাফ দু প্লেসি-র নেতৃ্ত্বে খেলা আরসিবি-র বিরুদ্ধে জিততে মরিয়া শ্রেয়স আয়ার ব্রিগেড। ধোনিদের বিরুদ্ধে নিখুঁতের কাছাকাছি ক্রিকেট খেলে জয় ছিনিয়ে নেওয়ার পর কলকাতা চাইছে ছন্দ ধরে রাখতে। অন্যদিকে, দুশো প্লাস রান করেও পঞ্জাবের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে কলকাতা ম্যাচকে পাখির চোখ করছে বেঙ্গালুরু।

দুই দলের এই ম্যাচ মূলত আরসিবি-র ব্যাটিংয়ের সঙ্গে কেকেআর-এর বোলিংয়ের মধ্যে হতে চলেছে বলে বিশেষজ্ঞদের মত। মায়াঙ্ক আগরওয়ালের মত আরসিবি-র বোলিং একেবারে খারাপ হয়, শাহরুখের দল চাইছে সেটাকে কাজে লাগাতে। কলকাতার কাছে প্লাস পয়েন্ট উমেশ যাদবের ফর্ম। বিগত বেশ কয়েক বছর কলকাতা ভুগিয়েছে তাদের পেস আক্রমণ।  তবে এবার শুরুটা কিন্তু একেবারে অন্যরকম হল।  আরও পড়ুন: টানা আটটা ম্যাচে জিতে নবম বার মহিলাদের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

দেখুন টুইট

কেকেআর-আরসিবি ম্যাচ কবে, কোথায়, কখন হবে

আইপিএল ২০২২-এ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ আজ, বুধবার ৩০ মার্চ নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত হবে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে ও অনলাইনে কোথায় দেখা যাবে এই ম্যাচ

৩০ মার্চ, বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সরাসরি স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ। স্টার স্পোর্টস ওয়ান-এর এইচডি ও এসডি-তে দেখা যাবে খেলা। পাশাপাশি স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-তেও বিশেষ বিশ্লেষণ সহ দেখানো হবে ম্যাচ।

অনলাইনে কীভাবে সরাসরি দেখানো হবে এই খেলা

অনলাইন স্ট্রিমিং বা ওটিটি-র মাধ্যমে দেখতে হলে ডিজনি+হটস্টার-এ অ্যাপ বা ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

দু দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে

কলকাতা নাইট রাইডার্স- ভেঙ্কটেশ আয়ার, আজিঙ্কা রাহানে, শ্রেয়স আয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস, শেলডন জ্যাকসন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব, টিম সাউদি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, শের্ফানে রুদারফোর্ড, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আকাশ দীপ, ডেভিড উইলি, হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, মহম্মদ সিরাজ।