Rashid Khan 100: পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেই সেঞ্চুরি রশিদ খানের

সোমবার পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের কেরিয়ারে শততম ওয়ানডে ম্যাচে খেলতে নামলেন আফগানিস্তানের তারকা স্পিনার-অলরাউন্ডার রশিদ খান।

সোমবার পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের কেরিয়ারে শততম ওয়ানডে ম্যাচে খেলতে নামলেন আফগানিস্তানের তারকা স্পিনার-অলরাউন্ডার রশিদ খান (Rashid Khan)। এদিন ম্যাচ শুরুর আগে রশিদের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। ২০১৫ সালের মার্চে আবুধাবিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল রশিদের। তাঁর অভিষেকের পরই আফগান ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে নতুন উচ্চতায় পৌঁছয়।

রশিদ যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছিলেন, তখন আফগান দলকে ছোট দল হিসেবে ধরা হত। চলতি বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া আফগানরা এখন বিশ্ব ক্রিকেটে ক্রমশ প্রথম সারির দেশ হয়ে ওঠার পথে। আর তার পিছনে বড় ভূমিকা রয়েছে ৯৯টি ওয়ানডে-তে ১৭৮টি উইকেটশিকারী ও ১২৬৭ রানের মালিক রশিদ খানের।

দেখুন ছবিতে

২৫ বছরের রশিদের বর্ণময় ক্রিকেট কেরিয়ার আগামী দিনে আরও গৌরবময় হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।