Ranji Trophy Final: বাংলা এখনও পিছিয়ে ৬১ রানে, হাতে আর ৬ উইকেট, ভরসা এখন মনোজ তিওয়ারি

রঞ্জি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে এখনও অনেকটাই পিছিয়ে বাংলা। ইডেন গার্ডেন্সে তৃতীয় দিনের শেষে বাংলা পিছিয়ে ৬১ রানে, হাতে ৬ উইকেট।

Manoj Tiwari. (Photo Credits: IANS)

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি: রঞ্জি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে এখনও অনেকটাই পিছিয়ে বাংলা। ইডেন গার্ডেন্সে তৃতীয় দিনের শেষে বাংলা পিছিয়ে ৬১ রানে, হাতে ৬ উইকেট। ব্যক্তিগত ৫৭ রানে অপরাজিত আছেন মনোজ তিওয়ারি। বাংলার অধিনায়কের সঙ্গে ক্রিজে রয়েছেন শাহবাজ আহমেদ (১৩)। ম্যাচের চাবিকাঠি রবিবার ম্যাচের প্রথম ঘণ্টা দেড়েকেই আছে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মত।

৬১ রান করার পর, মনোজ তিওয়ারিরা এরপর স্কোরবোর্ডে যত রান যোগ  করবেন, সেটাই ইডেনের চতুর্থ ইনিংসে করতে হবে সৌরাষ্ট্রকে। বাংলা শিবিরের লক্ষ্য হল ১৭৫-২০০ রানের লিড নিয়ে জয়দেব উনাদকটদের চ্যালেঞ্জে ফেলে দেওয়া। এটা তো সবারই জানা চতুর্থ ইনিংসে ইডেনে ১৫০ প্লাস করা কখনই সহজ নয়। আরও পড়ুন- কোটলা টেস্টে ১ রানের লিড নেওয়ার পর নেমে ভাল খেলছে অজিরা

বাংলাকে এদিন আশায় রাখল অধিনায়ক মনোজ তিওয়ারি(৫৭)-র অনবদ্য লড়াই। মনোজের সঙ্গে দারুণ খেললেন অনুষ্টুপ মজুমদার। কিন্তু দিনের খেলার শেষের দিকে উনাদকটের বলে অনুষ্টুপ (৬১)-র আউটটা বাংলাকে চাপে রাখল। তবে শনিবার খেলার শেষের ১৩ ওভার মনোজ-শাহবাজ কাটিয়ে দেওয়ায় লড়াইয়ে থাকল বাংলা। বাংলা শিবিরের আশা হল, মনোজ-শাহবাজ যদি রবিবার সকালের প্রথম দেড় ঘণ্টা কাটিয়ে দিতে পারেন, তাহলে অভিষেক পোড়েলরা বড় লিড আনতে পারবেন। তবে সব আশাই এখন মনোজের ওপর। এদিন প্রথম ইনিংসে ২৩০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে মাত্র ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ছিল বাংলা। শুরুতেই ফিরে যান সুমন্ত গুপ্ত (১), অভিমন্যু ঈশ্বরণ (১৪) ও সুদীপ ঘরামি (১৪)। উনাদকট, চেতন সাকারিয়ারা তখন আগুন ঝরাচ্ছেন। সেখান থেকে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন অনুষ্টুপ-মনোজ। দু'জনে ৯৯ রানের পার্টনারশিপ করে দারুণ এগোচ্ছিলেন। কিন্তু উনাদকটের বলে অনুষ্টুপ আউট হতেই মাথায় হাত পড়ে যায় বাংলার।

এর আগে দিনের খেলার শুরুতে সৌরাষ্ট্রের প্রথম ইনিংস শেষ হয় ৪০৪ রান। গতকালের স্কোর থেকে ৮৭ রান যোগ করে সৌরাষ্ট্র। অর্পিত ভাসাভাদা (৮১) এদিন কোনও রান যোগ না করে ফিরলেও শেষের দিকে টেলেন্ডার প্রেরাক মাঁকড় (৩৩), পার্থ ভুট (১৪), ধর্মেন্দ্র যাদব (২৯) ভাল খেলে বাংলার অস্বস্তি বাড়ান। চিরাগ জানি ৬০ রানে আউট হন। জাতীয় দলে ইতিমধ্যেই সুযোগ পাওয়া বাংলার তারকা পেসার মুকেশ কুমার ১১১ রানে ৪ উইকেট নেন। আকাশদীপ ও ইশান পোড়েল তিনটি করে উইকেট নেন।

ইডেনে ফাইনালের স্কোরবোর্ড, তৃতীয় দিনের শেষে

বাংলা: ১৭৪, ১৬৯/৪ (মনোজ ৫৭ ব্যাটিং, শাহবাজ ১৩ ব্যাটিং)

সৌরাষ্ট্র: ৪০৪

বাংলা এখনও পিছিয়ে ৬১ রানে