Prannoy HS: প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে মালয়েশিয়া মাস্টার্সে খেতাব প্রণয়ের

প্রথমবার বিশ্ব ট্যুরে খেতাব জিতলেন ভারতের তারকা শাটলার প্রণয় এইচএস (প্রণয় হাসিনা সুনীল কুমার)।

H.S Prannoy.(Photo Credits: Twitter)

PRANNOY WINS HIS MAIDEN WORLD TOUR TITLE- প্রথমবার বিশ্ব ট্যুরে খেতাব জিতলেন ভারতের তারকা শাটলার প্রণয় এইচএস (প্রণয় হাসিনা সুনীল কুমার)। সাইনা নেহওয়াল, পিভি সিন্ধুর পর তৃতীয় ভারতীয় ও দেশের প্রথম পুরুষ শাটলার হিসেবে মালয়েশিয়া মাস্টার্সে খেতাব জিতলেন দিল্লির ৩০ বছরের শাটলার প্রণয়। রবিবার মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে চিনের ওয়েম হংইয়াংকে রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে খেতাব জিতলেন প্রণয়। ৯৩ মিনিট ধরে চলা ফাইনালে প্রণয় জিতলেন ২১-১৯, ১৩-২১, ২১-১৮।

পুরো টুর্নামেন্টেই অবিশ্বাস্য খেললেন পুল্লেলা গোপিচাঁদের প্রিয় ছাত্র প্রণয়। চলতি বছরটা ভারতীয় ব্যাডমিন্টনের কাছে একেবারেই ভাল যাচ্ছে না। চোট সারিয়ে ফিরে সিন্ধুও আগের অপ্রতিরোধ্য ছন্দটা ফিরে পাচ্ছে না। এরই মাঝে প্রণয়ের মালয়েশিয়ায় সাফল্য ভারতীয় ব্যাডমিন্টনকে নিয়ে নতুন করে আশা জাগাচ্ছে। আরও পড়ুন-আইপিএলের ট্রফিতে সংস্কৃতে কী লেখা রয়েছে? জেনে নিন অর্থ

দেখুন ছবিতে

দেখুন টুইট

গত বছর থমাস কাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন প্রণয়। ২০১৮ কমনওয়েলথ গেমসে মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। তবে বিশ্ব পেশাদার ট্যুরে খেতাব ছিল না তাঁর।

২০১৬ সালে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন পিভি সিন্ধু তিনিই মালয়েশিয়া মাস্টার্সের খেতাব জেতা প্রথম ভারতীয় ছিলেন। সিন্ধুর এক বছর পর সাইনা মালয়েশিয়ায় খেতাব জেতা দ্বিতীয় ভারতীয় হয়েছিল। ৬ বছর পর ফের কোনও ভারতীয় মালয়েশিয়া মাস্টার্সের খেতাব জিতলেন। এবার মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে হেরেচিলেন সিন্ধু।