Ravindra Jadeja Retire: কুড়ির ক্রিকেটে অবসর নেওয়া জাদেজাকে ধন্যবাদ জানিয়ে টুইট মোদীর
টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার কাপ জয়ের পর টুইট করেছেন, ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন, ক্রিকেটারদের ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার কাপ জয়ের পর টুইট করেছেন, ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন, ক্রিকেটারদের ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) সহ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখাও করবেন মোদী। এরই মাঝে এদিন কোহলি, রোহিতের পর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। জাদেজাকে এই নিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী টুইট বার্তায় লিখলেন, " প্রিয় রবীন্দ্র জাদেজা, অলরাউন্ডার হিসেবে তুমি অসাধারণ পারফরম্যান্স করে দেখিয়েছো। ক্রিকেটপ্রেমীরা তোমার স্ট্রোক প্লে, স্পিন আর অসাধারণ ফিল্ডিংয়ের ভক্ত। টি টোয়েন্টিতে বছরের পর বছর ধরে দারুণ পারফম করায় তোমায় ধন্যবাদ। তোমায় আগামী চ্যালেঞ্জগুলোর জন্য শুভ কামনা জানাই।"
প্রসঙ্গত, দেশের হয়ে এখনও টেস্ট এবং ওয়ানডে খেলবেন জাদেজা। খেলবেন আইপিএলেও। রবীন্দ্র জাদেজার স্ত্রী-রিভাবা জাদেজা গুজরাটের জামনগর উত্তরের বিজেপি বিধায়ক।
দেখুন জাদেজাকে মোদীর শুভেচ্ছাবার্তা
৩৫ বছরের জাদেজাকে আর দেশের জার্সিতে খেলতে দেখা যাবে না। দেশের হয়ে ৭৪টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাদেজা। ব্যাট-বলে বেশ কয়েকটি ম্যাচে জিতিয়েছেন। হাত ঘুরিয়ে নিয়েছেন ৫৪টি উইকেট, ব্যাট হাতে করেছেন ৫১৫ রান। তবে কোনও দিন ব্যাট হাতে হাফ সেঞ্চুরি পাননি।
ওয়ানডে বা টেস্টে তাঁর কেরিয়ারের পরিসংখ্যান যেমন ঈর্ষণীয়, ততটা নয় টি২০-তে। টেস্টে জাদেজার ৩০০ হাজারের বেশী রান ও হাত ঘুরিয়ে ২৯৪টি উইকেট আছে। ওয়ানডে-তে ব্যাট হাতে ২ হাজার ৭৫৬ রান, বল হাতে ২২০টি উইকেট। তবে তিনি টি-২০-তে উপযোগী ক্রিকেটার, অনেকটা জোকার কার্ডের মত। দলের সেরা ফিল্ডার।