PBKS vs SRH, IPL 2024 Live Streaming: পঞ্জাব কিংস বনাম সান রাইজার্সের ম্যাচে বিনামূল্যে সরাসরি দেখুন যেভাবে

একটু পরেই মোহালিতে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে পঞ্জাব সুপার কিংস ও সান রাইজার্স হায়দরাবাদ। শিখর ধাওয়ানের পঞ্জাব বনাম প্যাট কামিন্সের হায়দরাবাদের ম্যাচ জমে যাওয়ার সব উপাদান থাকছে।

Shikhar Dhawan

একটু পরেই মোহালিতে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে পঞ্জাব সুপার কিংস ও সান রাইজার্স হায়দরাবাদ। শিখর ধাওয়ানের পঞ্জাব বনাম প্যাট কামিন্সের হায়দরাবাদের ম্যাচ জমে যাওয়ার সব উপাদান থাকছে। দুটি দলই এখনও পর্যন্ত ৪টি ম্য়াচ খেলে দুটি-তে জিতেছে, দুটি-তে জিতেছে। দুই ফ্র্যাঞ্চাইজির দুই মালকিন প্রীতি জিন্টা বনাম কাব্য মারানের মধ্যে দ্বৈরথে ক্রিকেটীয় বেশ কিছু যুদ্ধ অপেক্ষা করছে।

দুটি দলেই আকর্ষণীয় বেশ কয়েকজন ক্রিকেটার আছেন।হায়দরাবাদের চার বিদেশী- ট্রাভিস হেড, আইডেন মার্করাম, প্যাট কামিন্স ও মার্কো জেনসন ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। সঙ্গে থাকছেন মায়ঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা, ওয়াশিংটন, জয়দেব উনাদকট-রা।

সেখানে পঞ্জাবে আছেন শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাদা-র মত ক্রিকেটার।

কবে, কোথায় আয়োজিত হবে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস (PBKS vs SRH) বনাম সান রাইজার্স হায়দরাবাদের ম্যাচ?

৯ এপ্রিল, মঙ্গলবার মোহালির মহারাজ যাজবেন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম সান রাইজার্স হায়দরাবাদের ম্যাচ।

কখন থেকে শুরু হবে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম সান রাইজার্স হায়দরাবাদের ম্যাচ?

২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম সান রাইজার্স হায়দরাবাদের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম সান রাইজার্স হায়দরাবাদের

সরাসরি টিভিতে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম সান রাইজার্স হায়দরাবাদের ভারতে দেখতে পাবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম সান রাইজার্স হায়দরাবাদের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা অ্যাপের মাধ্যমে। একেবারে বিনামূল্যে দেখা যাবে খেলা। ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলাতেও হবে কমেন্ট্রি।