PBKS vs KKR Google Win Probablity: শ্রেয়স আইয়ার বনাম নাইট রাইডার্স ম্যাচে কে জিততে পারে, কী বলছেন গুগলের ভবিষ্যতবাণী, পরিসংখ্যান

আজ, মঙ্গলবার সন্ধ্যায় আইপিএলে (IPL 2025) পয়লা বৈশাখী ডার্বি। নিউ চণ্ডিগড়ের মুল্লানপুরে মুখোমুখি পঞ্জাব কিংস (Punjab Kings) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight riders)।

Trinbago Knight Riders (Photo: IANS)

Who Will Win PBKS vs KKR? Google Win Probablity: আজ, মঙ্গলবার সন্ধ্যায় আইপিএলে (IPL 2025) পয়লা বৈশাখী ডার্বি। নিউ চণ্ডিগড়ের মুল্লানপুরে মুখোমুখি পঞ্জাব কিংস (Punjab Kings) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight riders)। গতবার কলকাতাকে ট্রফি এনে দেওয়া অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবার পঞ্জাবের নেতৃত্বে। তাই শ্রেয়স আইয়ার বনাম আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নাইটদের দ্বৈরথ এই ম্যাচকে জমিয়ে দিচ্ছে।

এতদিন আইপিএলে কলকাতা বনাম পঞ্জাব ম্যাচ হলেই বলা হত, শাহরুখ খান বনাম প্রীতি জিন্টার কথা। তবে বীর-জারা ম্য়াচের দ্বৈরথের কেন্দ্রবিন্দু বদলে গিয়েছে। গতবার নাইট রাইডার্সকে কাপ এনে দিয়ে স্বইচ্ছায় দল ছেড়েছেন শ্রেয়স আইয়ার। এরপর শ্রেয়সকে ২৫ কোটি টাকায় দলে নেন প্রীতি জিন্টা। পরে প্রীতির দলের অধিনায়ক হন শ্রেয়স আইয়ার। কেকেআর-কে কাপ এনে দেওয়া অধিনায়ক শ্রেয়সই এবার নাইটদের প্রতিপক্ষ।

আরও পড়ুন-কাম্বলির পাশে গাভাসকর, মাসিক ৩০ হাজার টাকার অর্থ সাহায্য সানির ফাউন্ডেশনের

আসুন দেখে নেওয়া যাক আজ, মঙ্গলবার কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে কারা জয়ী হতে পারে--

দুই দলের মুখোমুখি সাক্ষাতকার-

মোট ম্যাচ: ৩৩

কলকাতা জয়ী: ২১

পঞ্জাব জয়ী: ১২

সর্বাধিক স্কোর

কলকাতা: ২৬১

পঞ্জাব: ২৬২

সর্বনিম্ন স্কোর:

কলকাতা: ১০৯

পঞ্জাব: ১১২

শেষ পাঁচটা ম্যাচে

কেকেআর জয়ী ৩টি-তে, পঞ্জাব জয়ী ২টি ম্যাচ।

কারা জিতবে? কী বলছে গুগুল প্রেডিকেশন ও ট্র্যাকার

ক্রিকট্রেকারের প্রেডিকশন হল, যে দল প্রথমে বল করবে তারা এই ম্যাচ জিতবে। কলকাতা বা পঞ্জাব, যারাই রান তাড়ু করুক, তারাই জিতবে। গুগল ম্য়াচ প্রেডিকেশন বলছে, পঞ্জাবের জেতার সম্ভাবনা ৫২ শতাংশ আর কলকাতার ৪৮ শতাংশ। তার মানে গুগলের প্রেডিকশন অনুযায়ী হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পঞ্জাবের জেতার সম্ভাবনা একটু হলেও বেশী। তবে টি-২০ হল চরম অনিশ্চয়তার খেলা।

দুই দলের সম্ভাব্য একাদশ:

কলকাতার সম্ভাব্য একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মইন আলি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব আরোরা।

(ইমপ্যাক্ট সাব- রঘুবংশী অঙ্গকৃশ/অঙ্কুল রায়)

পঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ:

প্রিয়াঙ্কাশ আরিয়া,প্রভসিমরন সিং (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টোয়নিস, শশাঙ্ক সিং, লোকি ফার্গুসন, মার্কো জেনসেন, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।

মুখরোচক দ্বৈরথ:

শ্রেয়স আইয়ার বনাম আজিঙ্কা রাহানে, গ্লেন ম্যাক্সওয়েল বনাম আন্দ্রে রাসেল, প্রিয়াঙ্কাশ আরিয় বনাম ভেঙ্কটেশ আইয়ার, আর্শদীপ সিং বনাম হর্ষিত রানা, যুদবেন্দ্র চাহাল বনাম বরুণ চক্রবর্তী।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement