Pakistan Squad in Australia Test: বিশ্বকাপের ব্যর্থতার পর প্রথমবার দল ঘোষণা পাকিস্তানের, শান মাসুদের দলে বড় চমক

ভারতে আয়োজিত বিশ্বকাপে ভরাডুবির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফের গা ঝাড়া দিয়ে উঠতে চাইছে পাকিস্তান।

Photo Credits: TW

ভারতে আয়োজিত বিশ্বকাপে ভরাডুবির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফের গা ঝাড়া দিয়ে উঠতে চাইছে পাকিস্তান। আর বাইশ গজে মহারাজকীয় প্রত্যাবর্তনের জন্য আগামী মাসে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজকে পাখির চোখ করছে পাকিস্তান। বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে অধিনায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বাবর আজমকে। বাবরের জায়গায় টেস্টে নেতৃত্বে দেওয়া হয়েছে শান মাসুদ-কে। অজি সফর শানের দলে একাধিক চমক।

বাবর, রিজওয়ান, সরফরাজের মত সিনিয়রের পাশাপাশি বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে বেশ কয়েকজন তরুণকে সুযোগ দিয়েছেন পাক নির্বাচকরা।

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, ইমাম উল হক, আমির জামাল, আব্দুল শফিক, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান, আঘা সলমন,সরফরাজ আহমেদ ফাহিম আশরাফ, হাসান আলি, মীর হামজা, আব্রার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, ওয়াসিম জুনিয়র, সাইম আয়ুব, নৌমন লি, খুররাম শেহজাদ।

আগামী ১৪ ডিসেম্বর থেকে পারথে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্য়াচের টেস্ট সিরিজ। এবার ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে টেস্টে মেলবোর্নে খেলবে পাকিস্তান। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট হবে সিডনিতে, ৩ জানুয়ারি থেকে।