Anil Kumble's 10 Wickets in an Innings: কুম্বলের দশ কীর্তির প্রাক রজত জয়ন্তী আজ, ইনিংসে দশ উইকেটের স্মৃতি আজও উজ্জ্বল, দেখুন ভিডিয়ো
৭ ফেব্রুয়ারি, ১৯৯৯। দিল্লির ফিরোজ শাহ কোটলা। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের স্পিনার অনিল কুম্বলে নিয়েছিলেন ১০টা উইকেট।
৭ ফেব্রুয়ারি, ১৯৯৯। দিল্লির ফিরোজ শাহ কোটলা। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের স্পিনার অনিল কুম্বলে নিয়েছিলেন ১০টা উইকেট। ২৬.৩ ওভার বল করে কুম্বলে ৭৪ রান দিয়ে নিয়েছিলেন ১০টা উইকেট। মেডেন ছিল ৯টা ওভার। শাহিদ আফ্রিদি (৪১)-র উইকেট তুলে কুম্বলে দশে দশের কীর্তি গড়া শুরু করেছিলেন।
এরপর কুম্বলে আউট করেন ইজাজ আহেমদ (০), ইনজামাম উল হক (৬), মহম্মদ ইউসুফ (০), মইন খান (৩), সঈদ আনোয়ার (৬৯), সেলিম মালিক (১৫), মুস্তাক আমেদ (১), সাকলেন মুস্তাক (০)-কে। সব শেষে ওয়াসিম আক্রমকে আউট করে কুম্বলে ইনিংসে দশটা উইকেট নেন। আক্রমের ক্যাচটা লুফেছিলেন ভিভি এস লক্ষ্মণ। আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চের
দেখুন কুম্বলের দশ উইকেটের ভিডিয়ো
জয়ের জন্য ৪২০ রান তাড়া করতে নেমে পাকিস্তানের স্কোর ছিল বিনা উইকেটে ১০১। সেখান থেকে কুম্বলে একাই পাকিস্তানের ইনিংসের সব কটি উইকেট নিয়েছিলেন। ২০৭ রানে গুঁটিয়ে গিয়েছিল পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ওয়াসিম আক্রমের নেতৃত্বে খেলা পাকিস্তানের বিরুদ্ধে আজহারউদ্দিনের ভারত জিতেছিল ২১২ রান।