Neeraj Chopra: সাক্ষীদের পাশে দাঁড়িয়ে বড় কথা বললেন নীরজ চোপড়া, পিটি ঊষার মন্তব্যের ঘুরিয়ে বিরোধিতা অলিম্পিক সোনাজয়ীর

দেশের প্রতিবাদরত কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন জ্য়াভলিনে সোনার ছেলে নীরজ চোপড়া।

Neeraj Chopra (Photo Credit: ANI/Twitter)

নতুন দিল্লি, ২৮ এপ্রিল: দেশের প্রতিবাদরত কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন জ্য়াভলিনে সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। আইওসি সভাপতি পিটি ঊষার উল্টো সুর নীরজের গলায়। অ্যাথলিটক্সে ভারতের প্রথম অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বোঝালেন এই ইস্যুতে তিনি বজরঙ পুনিয়া, সাক্ষী মালিকদের পাশেই আছেন। দেশের মহতারকা ক্রিকেটার, ক্রীড়াবিদরা এই ইস্যুতে চুপ থাকলেও হরিয়ানার সোনা জয়ী অ্যাথলিট নীরজ কিন্তু মুখ খুললেন।

সোশ্যাল মিডিয়ায় নীরজ লিখলেন, আমাদের দেশের অ্যাথলিটরা ন্যায়ের দাবিতে রাস্তায় নামতে হয়েছে, এটা দেখে আমি আঘাত পেয়েছি। তাঁরা কঠোর পরিশ্রম করে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেছেন এবং আমাদের গর্বিত করেছেন। দেশে হিসেবে আমাদের কর্তব্য প্রতিটি মানুষ, অ্যাথলিট বা অন্য যে কারও সততা ও সম্মান সুরক্ষিত করা। যেটা হচ্ছে সেটা কখনই হওয়া উচিত হয়নি। এটা স্পর্শকাতর ইস্যু, এবং অবশ্য সেটা নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে খতিয়ে দেখা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্য ন্যায়দান নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।" আরও পড়ুন-রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচের সময় মেজাজ হারালেন ধোনি! দেখুন বিরল সেই দৃশ্যের ছবি

দেখুন নীরজ চোপড়ার পোস্ট

এই ইস্যুতে ভারতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পিটি ঊষা তোপ দেগেছেন সাক্ষীদের বিরুদ্ধে। দেশের কুস্তিগিরদের ধর্ণায় বসা নিয়ে পিটি ঊষা বলেছিলেন, বিষয়টা চূড়ান্ত বিশৃঙ্খলা ও দেশের সম্মানহানির পরিচায়ক। সবার জন্য খুব খারাপ উদাহরণ তৈরি করছে এটা।" সাক্ষী মালিক সহ দেশের মহিলা কুস্তিগিরদের অভিযোগ কিন্তু বিস্ফোরক। কুস্তি ফেডারেশনের সভাপতি তথা ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে প্রথমে ধর্ণায় বলেছিলেন সাক্ষী, ববিতা ফোগাতরা। কিন্তু সেই সময় কমিটি গড়ে তদন্তের কথা বলায় প্রতিবাদ তুলেছিলেন সাক্ষীরা। কিন্তু তিন মাসেও এই ইস্যুতে সরকার কিছু না করা দিল্লির যন্তরমন্তরের সামনে ধর্ণায় বসেছেন দেশের কুস্তিগিররা। পিটি ঊষার মন্তব্যকে তাই অনেকেই ভালভাবে নেননি।