Neeraj Chopra Wins Diamond League Finals Title: ঐতিহাসিক ডায়মন্ড লিগ ট্রফি জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া

আবারও ইতিহাস গড়লেন ভারতের নীরজ চোপড়া (Neeraj Chopra)। বৃহস্পতিবার ঐতিহাসিক ডায়মন্ড লিগ (Diamond League) ট্রফি জিতলেন তিনি। প্রথম ভারতীয় এই হিসেব এই সাফল্য পেলেন অলিম্পিকে সোনাজয়ী হরিয়ানার এই ছেলেটি। প্রথম থ্রো ফাউল হলেও দ্বিতীয় প্রচেষ্টায় ৮৮.৪৪ মিটার ছোড়েন নীরজ। যা প্রতিযোগিতার শিরোপা জেতার জন্য যথেষ্ট ছিল। টোকিও অলিম্পিক সেনাজয়ী নীরজ তৃতীয় প্রচেষ্টায় ৮৮ মিটার, চতুর্থ প্রচেষ্টায় ৮৬.১১ মিটার, পঞ্চমবার ৮৭ মিটার ও ষষ্ঠবার ৮৩.৬ মিটার জ্যাভলিন ছোড়েন।

Neeraj Chopra (Photo: Twitter)

জুরিখ, ৯ সেপ্টেম্বর: আবারও ইতিহাস গড়লেন ভারতের নীরজ চোপড়া (Neeraj Chopra)। বৃহস্পতিবার ঐতিহাসিক ডায়মন্ড লিগ (Diamond League 2022) ট্রফি জিতলেন তিনি। প্রথম ভারতীয় এই হিসেব এই সাফল্য পেলেন অলিম্পিকে সোনাজয়ী হরিয়ানার এই ছেলেটি। প্রথম থ্রো ফাউল হলেও দ্বিতীয় প্রচেষ্টায় ৮৮.৪৪ মিটার ছোড়েন নীরজ। যা প্রতিযোগিতার শিরোপা জেতার জন্য যথেষ্ট ছিল। টোকিও অলিম্পিক সেনাজয়ী নীরজ তৃতীয় প্রচেষ্টায় ৮৮ মিটার, চতুর্থ প্রচেষ্টায় ৮৬.১১ মিটার, পঞ্চমবার ৮৭ মিটার ও ষষ্ঠবার ৮৩.৬ মিটার জ্যাভলিন ছোড়েন।

অলিম্পিকে রুপো জয়ী চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজচ ৮৬.৯৪ মিটারের সেরা থ্রো করে দ্বিতীয় স্থানে পান। জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৩.৭৩ মিটারের সেরা থ্রো করে তৃতীয় স্থান দখল করেন। আরও পড়ুন: India-Pakistan: এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের বাইরে সবচেয়ে বেশি দেখা টি-টোয়েন্টি

জুলাই মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন নীরজ। তবে কুঁচকিতে চোটের কারণে বার্মিংহাম কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ান। ট্র্যাকে ফিরেই ডায়মন্ড লিগ সিরিজের লুসান লেগ জিতে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন নীরজ।