Novak Djokovic Fined: ফাইনালে রাগে ব়্যাকেট ভাঙায় রানার্স জকোভিচকে সাড়ে ৬ লক্ষ টাকার জরিমানা
উইম্বলডন ফাইনালে আলকারাজের কাছে হারের ধাক্কার পর, এবার জরিমানার জ্বালা টেনিস কিংবদন্তি নোভক জদকোভিচের।
উইম্বলডন ফাইনালে আলকারাজের কাছে হারের ধাক্কার পর, এবার জরিমানার জ্বালা টেনিস কিংবদন্তি নোভক জদকোভিচের। ররিবার অল ইংল্যান্ডে ক্লাবের সেন্টার কোর্টে টানটান উত্তেজনার ফাইনালে রাগে নিজের ব়্যাকেট ভাঙেন জকোভিচ। পেশাদার টেনিসে যেটা শাস্তিযোগ্য অপরাধ। এই কারণে জকোভিচকে ৬ হাজার ১১৭ ইউরো জরিমানা করা হল। ভারতীয় মুদ্রায় জকোভিচকে করা জরিমানার পরিমাণ প্রায় ৬ লক্ষ ৫৭ হাজার টাকা। জরিমানার টাকা জকোভিচের প্রাপ্ত রানার্স হওয়ার অর্থ থেকে কাটা হবে।
প্রসঙ্গত, উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে রানার্স হওয়ার সুবাদে জকোভিচ পান ১.১৭৫ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৬২ লক্ষ ৮৭ হাজার টাকা। সেখানে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে স্পেনের আলকারাজ পান ২৫ কোটি ২৬ লক্ষ টাকা। পুরুষদের সমান সিঙ্গলসে মহিলারা একই অর্থ পান। ফলে উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন ভন্ড্রোউসোভাও ২৫ কোটি ২৬ লক্ষ টাকা পুরস্কার অর্থ হিসেবে পেয়েছেন। আরও পড়ুন-
২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজন না করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া
দেখুন ছবিতে
এবাবের উইম্বলডনে মাঝেমাঝেই খেলার মাঝে জকোভিচকে মেজাজ হারাতে দেখা গিয়েছে। সেমিফাইনালে সিনারের বিরুদ্ধে ম্যাচেও একটা পয়েন্ট জেতে দর্শকদের দিকে অঙ্গভঙ্গি করেন সার্বিয়ান কিংবদন্তি। উইম্বলডনে জকোভিচকে দর্শকদের একটা অংশ বড় কটুক্তি করে।