Team Bharat Virender Sehwag: আর টিম ইন্ডিয়া নয়, রোহিতদের জার্সিতে 'টিম ভারত' লেখা চাইছেন বীরেন্দ্র সেওয়াগ
আমাদের দেশের নাম ইন্ডিয়া নয়, ভারত। জি২০ সম্মেলনের আমন্ত্রপত্রে দ্রৌপদী মুর্মু-কে 'প্রেসিডেন্ট অফ ভারত'লেখার পর থেকেই দেশের নাম বদলের জল্পনা।
আমাদের দেশের নাম ইন্ডিয়া নয়, ভারত। জি২০ সম্মেলনের আমন্ত্রপত্রে দ্রৌপদী মুর্মু-কে 'প্রেসিডেন্ট অফ ভারত'লেখার পর থেকেই দেশের নাম বদলের জল্পনা। এমনও জল্পনা, দেশের নাম ইন্ডিয়া থেকে সরকারীভাবে ভারত রাখা হবে বলেই সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। এসবরেই মাঝে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ দাবি করলেন, ভারতীয় ক্রিকেট দলকে আর টিম ইন্ডিয়া নয়, টিম ভারত বলে ডাকা হোক। দেশের নাম ইন্ডিয়া, ভারত রাখার ওপর জোর সওয়াল করলেন সেওয়াগ।
রোহিত শর্মাদের আসন্ন বিশ্বকাপের জার্সিতে 'টিম ভারত'লেখার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন সেওয়াগ। বিশ্বকাপের ঘোষিত দলকে টিম ইন্ডিয়া নয়, টিম ভারত বলে ডাকার দাবি করে বিসিসিআই সচিব জয় শাহ-কে ট্য়াগ করলেন বীরু। দেশের নাম বদলের প্রসঙ্গে, হল্যান্ড থেকে নেদারল্যান্ডস, বর্মা থেকে মায়ানমার রাখার প্রসঙ্গও তোলেন সেওয়াগ। আরও পড়ুন-বিশ্বকাপে ভারতের স্কোয়াড, ক্রীড়াসূচি, কোথায় দেখা যাবে খেলা, কীভাবে ওঠা যাবে সেমিতে
দেখুন টুইট
দেখুন সেওয়াগের টুইট
টিম ভারত-এর দাবি তুলে সেওয়াগ এক্স (আগে টুইটার) প্ল্যাটফর্মে লিখলেন, আমি সব সময় দাবি জানিয়ে এসেছি আমাদের দলের নাম এমন রাখা উচিত যা আমাদের গর্ববোধ করায়। আমরা ভারতীয়। ব্রিটিশ নামটা আমাদের ব্রিটিশরা দিয়েছে. আমাদের ভারত নামটা পাওয়া দীর্ঘদিন বাকি আছে। আমরা সরকারীভাবে আমাদের নামটা ভারত হিসেবে ফিরে পেতে চাই। আমি বিসিসিআই, সচিব জয় শাহ-কে অনুরোধ জানাবো তারা জানো বিশ্বকাপে ভারতীয় দলকে টিম ভারত বলে অ্যাখা দেয়।
দেশের নাম বদলের জল্পনায় উঠছে রাজনীতির প্রসঙ্গ। অনেকের অভিযোগ দেশের বিরোধী দলগুলি তাদের জোটের নাম ইন্ডিয়া রাখায়, ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী দেশের নাম ভারত রাখছেন।