ICC World Cup 2019 Final: লর্ডসে টসে জিতে প্রথমে ব্যাট করছে কিউইরা, দলে কোনও পরিবর্তন না করেই প্রথমবার বিশ্বকাপ জিততে নামল ইংল্যান্ড-নিউ জিল্যান্ড
শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ২০১৯ বিশ্বকাপ ফাইনাল। যে দিনটার অপেক্ষায় থাকে গোটা ক্রিকেট বিশ্ব। আজ ক্রিকেট পেতে চলেছে ওয়ানডে ক্রিকেটে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। লর্ডসে আজ ফাইনালে মুখোমুখি আয়োজক দেশ ইংল্যান্ড ও গতবারের ফাইনালিস্ট নিউ জিল্যান্ড।
লন্ডন, ১৪ জুলাই: শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ২০১৯ বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup 2019)। যে দিনটার অপেক্ষায় থাকে গোটা ক্রিকেট বিশ্ব। আজ ক্রিকেট পেতে চলেছে ওয়ানডে ক্রিকেটে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। লর্ডসে আজ ফাইনালে মুখোমুখি আয়োজক দেশ ইংল্যান্ড (England) ও গতবারের ফাইনালিস্ট নিউ জিল্যান্ড (New Zealand)। টসে জিতে প্রথমে ব্যাট করছে কেন উইলিয়ামসনের নেতৃত্বে খেলা কিউইরা। গত দু বছরে লর্ডসে সব সময়ই প্রথমে ব্যাট করা দলই জিতেছে। এই বিষয়টা আয়োজকদের চিন্তায় রাখবে। যদিও খাতায় কলমে ফেভারিট ইংল্যান্ড বেশ কিছু দিকে কিউইদের থেকে এগিয়ে।
দুটি দলই তাদের উইনিং কম্বিনেশন ভাঙেনি। তার মানে বিরাট কোহলিদের বিরুদ্ধে সেমিফাইনালে জেতা দলটাই আজ কিউইদের হয়ে ফাইনালে খেলছে। ইংল্যান্ডের ক্ষেত্রেও ব্যাপারটা তাই।
এর আগে বিশ্বকাপে তিনবার ফাইনালে খেলে হেরেছে ইংল্যান্ড। এবার ইয়ন মর্গ্যানরা লর্ডসে বিশ্বকাপ জিততে মরিয়া। অন্যদিকে, পরপর দু বার রানার্স হওয়ার হতাশা নিতে রাজি নয় নিউ জিল্যান্ড।
Our match officials for today 👏 #WeAreEngland | #CWC19 | #BackTheBlackCaps pic.twitter.com/TZCi8O1kMZ
ফাইনালে ইংল্যান্ডের একাদশ-
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জোস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্ল্যাঙ্কেট, জোফ্রে আর্চার, আদিল রশিদ, মার্ক উড
ফাইনালে নিউ জিল্যান্ডের একাদশ
মার্টিন গুপ্তিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, জেমস নিশাম, টম লাথাম, কলিন ডি গ্র্যান্ডহোমে, মিচেল স্ন্যাটনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন