ICC World Cup 2019: জাদেজার হিরোয়িক-ধোনির শেষবেলার চেষ্টাতেও স্বপ্নভঙ্গ ভারতের, সেমিতে কিউইদের কাছে ১৮ রানে হেরে বিদায় বিরাট কোহলিদের
অবিশ্বাস্যের আশা দেখেও শেষ অবধি স্বপ্নভঙ্গ। নিউ জিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। ২৪০ রান তাড়া করতে নেমে ৫ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ হেরে বসেোছিল ভারত। কিন্তু রবীন্দ্র জাদেজা
ম্যানচেস্টার, ১০ জুলাই: অবিশ্বাস্য কিছু আশা দেখেও শেষ অবধি স্বপ্নভঙ্গ। নিউ জিল্যান্ডের কাছে সেমিফাইনালে ১৮ রানে হেরে বিশ্বকাপ (ICC World Cup 2019) থেকে বিদায় নিল ভারত (India)। ২৪০ রান তাড়া করতে নেমে ২২১ রান তুলে শেষ হল বিরাট কোহলিদের চলতি বিশ্বকাপ অভিযান। ৫ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ হেরে বসেছিল ভারত। কিন্তু রবীন্দ্র জাদেজা (৫৯ বলে ৭২) অবিশ্বাস্য এক ইনিংস খেলে দলকে জিতিয়ে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন, কিন্তু জাড্ডু আউট হতেই সব শেষ হয়ে যায়।
৬ উইকেটে ৯২ রান থেকে ষষ্ঠ উইকেটে ১১৬ রানের পার্টনারশিপ গড়েন ধোনি-জাদেজা। কিন্তু শেষরক্ষা হল না। রোহিত-বিরাটদের খারাপ ব্যাটিংয়ের সঙ্গে ধোনির ধীরগতির ইনিংসও ম্যাচ হারের পিছনে বড় কারণ হয়ে দেখা দিল। আরও পড়ুন-ফাইনালে ওঠার 'মিশন ২৪০'-এ নেমে, দলের ৫ রানের মধ্যেই আউট রোহিত শর্মা -বিরাট কোহলি-লোকেশ রাহুল
যদিও শেষের দিকে ধোনি চেষ্টা করেছিলেন। ৭২ বলে ৫০ রান করে মাহির আউট হতেই ভারতের সব আশা শেষ হয়ে যায়। পরপর দুবার বিশ্বকাপের ফাইনালে খেলবে নিউ জিল্য়ান্ড। যে কিউইরা শেষ তিনটে ম্যাচে হেরে কোনরকমে সেমিতে উঠেছিল। ১৪ জুলাই, লর্ডসে নিউ জিল্যান্ড খেলবে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।
অন্যদিকে, গতবারের মত এবারও লিগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েও, সেমিফাইনালে হেরে বিদায় নিল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে ফেভারিট হয়ে নেমে, লিগ পর্যায়ে পারফেক্ট ক্রিকেট খেলেও নক আউটে হেরে বিদায় নিল বিরাট কোহলির দল। বিশ্বজয়ের স্বপ্ন এবার আর পূর্ণ হল না কোহলির। ফের চার বছর অপেক্ষা করতে হবে বিরাটকে। ১৯৮৩-তে লর্ডসে কপিল দেবদের মত ফাইনালে খেলার স্বপ্নপূরণ হল না ওয়ানডে-তে আইসিসি ক্রম পর্যায়ে শীর্ষস্থানে থাকা দেশের।
বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্যে ২৪০ রান তাড়া করতে নেমে ম্যানচেস্টারে মহা সমস্যায় পড়ে গিয়েছিল ভারত। মাত্র ৫ রানের মধ্যে টপ থ্রি-কে হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা (১), বিরাট কোহলি (১), লোকেশ রাহুল (১)-তিন ফর্মে থাকা ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দীনেশ কার্তিক (৬) ও বেশিক্ষণ টেকেননি।
কিউই পেসারদের তখন ওল্ড ট্র্যাফোর্ডের পিচে সোনা ফলাচ্ছেন। এরপর পেসারদের সামলে স্পিনার মিচেল স্যান্টেনারের বলে ঋষভ পন্থ (৩২) সেট হয়ে খারাপ শট খেলে আউট হন। ভারতের চাপ সপ্তমে ওঠে। হার্দিক পান্ডিয়া (৩২)-র আউটের পর মনেই হচ্ছিল ভারতের হার সময়ের অপেক্ষা। কিন্তু এরপরই জাদেজা অবিশ্বাস্য ইনিংস খেলেন। তবে ধোনি উল্টো দিকে একেবারেই রক্ষাণত্মক থাকাটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দেয়। জাদেজার ৭৭ রানের ইনিংসটা সাজানো ছিল চারটি ছক্কা, ৪টি বাউন্ডারি দিয়ে। ধোনি সেখানে মাত্র ১০রান বাউন্ডারিতে নেন।
ম্যানচেস্টারে বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে গড়ান সেমিফাইনাল নিউ জিল্যান্ড বুধবার নির্ধারিত ৫০ ওভারে বিরুদ্ধে ৮ উইকেটে ২৩৯ রান করেছিলল। ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান থেকে খেলতে নামা আজ বিশেষ কিছু করতে পারলেন না কিউই ব্যাটসম্যানরা। কিউইরা আজ ইনিংসের শেষ ২৩ বলে যোগ করলেন ২৮ রান। ভুবনেশ্বর কুমার ৪৩ রান দিয়ে নেন ৩ উইকেট। বাকি চার বোলার একটা করে উইকেট নিয়েছেন।