অনেক হতাশার পর অবশেষে বিশ্বকাপে চ্যাম্পিয়নের ট্রফি তুলল নিউ জিল্যান্ড
সপ্তাহখানেক আগে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে (ICC World Cup 2019 Final) লর্ডসে ইংল্যান্ডের কাছে হারের হতাশাটা কোনওদিন যাওয়ার নয় নিউ জিল্যান্ড(New Zeland)-এর। আম্পায়ারের ভুলে, দু দুবার টাইয়ের পর আইসিসি (ICC)-র হাস্যকর নিয়মে শেষ অবধি বিশ্বকাপে রানার্স হয় কিউইরা।
লিভারপুল, ২২ জুলাই: New Zealand Netball World Cup final win takes sting out of cricket loss। সপ্তাহখানেক আগে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে (ICC World Cup 2019 Final) লর্ডসে ইংল্যান্ডের কাছে হারের হতাশাটা কোনওদিন যাওয়ার নয় নিউ জিল্যান্ড(New Zeland)-এর। আম্পায়ারের ভুলে, দু দুবার টাইয়ের পর আইসিসি (ICC)-র হাস্যকর নিয়মে শেষ অবধি বিশ্বকাপে রানার্স হয় কিউইরা।
নিষ্ঠুর নিয়ম, ভাগ্যের পরিহাসে চ্যাম্পিয়নের মত খেলে শেষ অবধি কেন উইলিয়ামসনরা রানার্স হয়েছিলেন। যে হারের হতাশায় কিউই ক্রিকেটার জেমস নিশামের ছোটবেলার কোচ হার্ট অ্য়াটাকে মারা যান। আরও পড়ুন-টিম ইন্ডিয়ার দল নির্বাচনের সাত সত্যি- ঋদ্ধির কামব্যাক থেকে গিলের ব্রাত্য থাকা চমকে ভরা সিলেকশন
এক কিউই ক্রিকেটার খেলা ছাড়ার কথাও ভাবেন। কিউই প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ,লর্ডসের ফাইনালে দুর্ভাগ্যজনক হারের হতাশাটা কাটিয়ে উঠতে পারছিল না নিউ জিল্যান্ড।
সেই হারের হতাশাটা কিছুটা হলেও কমল মহিলাদের নেটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন (Netball World Cup 2019) হয়ে। ইংল্যান্ডের লিভারপুলে আয়োজিত মহিলাদের নেটবল বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হল কিউই দল (New Zealand women Netball Team)। গতবার নেটবল বিশ্বকাপে নিউ জিল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
যে ইংল্যান্ডে ক দিন আগে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে নাটকীয় ম্যাচে হেরেছিল কিউইরা, সেই দেশেই নিউ জিল্যান্ড মহিলাদের নেটবল বিশ্বকাপের নাটকীয় ফাইনালে ৫২-৫১ হারাল অস্ট্রেলিয়াকে। মজার কথা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল মহিলা কিউই দল। এবার নিয়ে মোট ৫বার মহিলাদের নেটবল বিশ্বকাপ জিতল নিউ জিল্যান্ড।
নিউ জিল্যান্ডের বেশ কিছু সংবাদপত্রে কিউই মহিলা নেটবল দলের বিশ্বজয় নিয়ে ক্রিকেট বিশ্বকাপের প্রসঙ্গ তোলা হয়েছে। বলা হয়েছে, নেটবলে মহিলা দলের জয়টা সান্তনার কাজ করবে কেন উইলিয়ামসনের দলের। ক্রিকেট না হোক নেটবলে বিশ্বসেরা হল নিউ জিল্যান্ড। আসলে এসব কথার কথা, আসলে আইসিসি-র হাস্যকর নিয়ম, ধর্মসেনার মারাত্মক ভুলে ফাইনালে না হেরেও রানার্স হওয়াটা কিউইরা ভুলতে পারবেন না। ভোলারও নয়।