WTC Final: চ্যাম্পিয়ন হতে কিউইদের চাই ১৩৯ রান, পন্থের লড়াইয়েও ১৭০-এ অল আউট ভারত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে ফাইনালের দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ডকে করতে হবে ১৩৯ রান। দিনের খেলার এখনও ৫৫ ওভার বাকি আছে। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কেইল জেমিসনের পেসের আগুনে দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ১৭০ রানে অল আউট হয়ে যায়।
সাউদাম্পটন, ২৩ জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship 2021) জিততে ফাইনালের দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ড (New Zeland) কে করতে হবে ১৩৯ রান। দিনের খেলার এখনও ৫৫ ওভার বাকি আছে। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কেইল জেমিসনের পেসের আগুনে দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ১৭০ রানে অল আউট হয়ে যায়। বিরাটরা আজ মাত্র ১০৬ রান করার মাঝে হারান ৮টা উইকেট। বিরাট কোহলি (১৩), আজিঙ্কা রাহানে (১৫)-রা ব্যর্থ হন। ঋষভ পন্থ (৪১) লড়লেও শেষ অবধি বড় ইনিংস খেলতে পারেননি। জাদেজা (১৬), অশ্বিন (১১) কিছুটা লড়েন। কিউই পেসার সাউদি ৪টি, বোল্ট ৩টি ও জেমসন দুটি করে উইকেট নেন। বিরাট কোহলিকে এবারও আউট করেন সেই জেমিসন। আরও পড়ুন: কাজল না রণবীর কাপুর, মাঠে টাওয়াল জড়িয়ে শামিকে কার মত দেখাচ্ছে, মজার তর্কে নেটিজনরা
প্রথম ইনিংসে ৩২ রানে এগিয়ে থাকায় আজ ফাইনালের ষষ্ঠ দিনে কিউইদের কাজটা কিছুটা সহজ হতে চলেছে। শামি, বুমরা, ইশান্ত এবার শুরু থেকেই আগুন ঝরাতে হবে। কারণ রানের পুঁজি খুবই কম।
এখন দেখার মাত্র এই কটা রান নিয়ে শামি, বুমরা, ইশান্তরা সত্যি অভাবনীয় কিছু করে দেখাতে পারে কি না।
ভারত: ২১৭, ১৭০
নিউজিল্যান্ড: ২৪৯