Neeraj Chopra: জানুন বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জয়ের খেলায় কবে কখন নামছেন নীরজ চোপড়া
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া।
ওরেগন (আমেরিকা), ২২ জুলাই: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championships 2022) ফাইনালে উঠলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Championships) পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের প্রথম থ্রোতেই ৮৮.৩৯ মিটার পার করে ফাইনালে খেলা নিশ্চিত করেন নীরজ। কোয়ালিফিকেশন রাউন্ড নীরজের আগে আছেন শুধু গ্রেনেডার আলেকজান্ডার পেটের্স (৮৯.৯১ মিটার)। গত বছর টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস গড়া নীরজের সামনে এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পোডিয়ামে ওঠার সুযোগ।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারত মাত্র একবারই পদক জিতেছে। সেটা ছিল, এই প্রতিযোগিতা থেকে ভারতের একমাত্র পদকটি এসেছিল ২০০৩ বিশ্ব অ্যাথলেটিক্সে। মহিলাদের লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছিলেন অঞ্জু ববি জর্জ। আরও পড়ুন-সুনীল গাভাস্কারের নামে এবার ইংল্যান্ডের লেস্টার ক্রিকেট মাঠের নামকরণ
নীরজের সামনে আবার সুযোগ ইতিহাস গড়়ার। রবিবার, ২৪ জুলাই ভারতীয় সময় সকাল ৭টা থেকে শুরু হবে ফাইনাল। তার মানে রবিবার সকাল সকাল বসে যেতে পারবেন সোনার ছেলের খেলা দেখতে। সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা। সোনি লিভ অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।
ফাইনালে কারা
অ্যান্ডারসন পেটের্স (গ্রেনেডা), নীরজ চোপড়া (ভারত), হুলিয়ান ওয়েবার (জার্মানি), ইহাভ আবদেরলাহমান, ওলিভার হেলে্ডার (ফিনল্যান্ড), গেনকি দিন (জাপান), কুর্তিস থম্পসন (আমেরিকা), আর্শাদ নাদিম, আন্দ্রিয়ান মারদারে (মালদোভা), রোহিত যাদব (ভারত), লাস্সি ইতালাতো (ফিনল্যান্ড)