Murali Vijay Retire: সৌরভের শেষ ম্যাচে করেছিলেন শুরু, অভিমান নিয়েই অবসর ঘোষণা মুরলী বিজয়ের
সৌরভ গাঙ্গুলির শেষ আন্তর্জাতিক ম্য়াচে তাঁর অভিষেক হয়েছিল। ১৫ বছর পর তিনি এবার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন। যদিও শেষবার দেশের হয়ে খেলেছিলেন বছর চারেক আগে।
সৌরভ গাঙ্গুলির শেষ আন্তর্জাতিক ম্য়াচে তাঁর অভিষেক হয়েছিল। ১৫ বছর পর তিনি এবার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন। যদিও শেষবার দেশের হয়ে খেলেছিলেন বছর চারেক আগে। অস্ট্রেলিয়া সফরে খারাপ পারফরম্যান্সের জেরে সেই যে বাদ পড়েছিলেন, অনেক চেষ্টা করেও আর জাতীয় দলে ফেরা হয়নি। ৩৮ বছর বয়েসে সেই মুরলী বিজয় (Murali Vijay) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। দেশের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি ওয়ানডে এবং ৯টি টি টোয়েন্টি খেলা মুরলী বিজয়ের ব্যাটিং টেকনিক, শট সবাইকে মুগ্ধ করেছিল। টেস্টে ১২টি সেঞ্চুরি, ১৫টি হাফ সেঞ্চুরি করা তামিলনাড়ুর তারকা ওপেনার তাঁর কেরিয়ারটা ঠিক দিকেই নিয়ে যাচ্ছিলেন।
কিন্তু কেরিয়ারের শেষের দিকটা একেবারে খারাপ খেলে আর কামব্যাক করা হল না মুরলী বিজয়ের। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর দেশের হয়ে শেষ ম্যাচে পারথে বিজয় আউট হয়েছিলেন শূন্য রানে। আফশোস আর শূন্যতা রেখেই শেষ হল বিজয়ের কেরিয়ার। আরও পড়ুন-মাঠের মাঝেই 'কালা চশমা' গানে নাচ ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলের (দেখুন ভিডিও)
২০০৮ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল মুরলী বিজয়ের। সেটাই ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির শেষ ম্যাচ। বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে অভিষেক ম্যাচে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে বিজয় করেছিলেন ৩৩, আর দ্বিতীয়টিতে ৪১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবর ভাল খেলেছেন বিজয়। জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরিটাও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। মুরলী বিজয়ের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার সেরা ইনিংস হিসেব দেখা হয় ব্রিসবেনের গাব্বায় অজিদের বিরুদ্ধে ১৪৪ রানের ইনিংসটাকে।
মিচেল স্টার্ক, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জোস হ্য়াজেলডদের মত বোলারদের সামলে অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন বিজয়। যদিও প্রথম ইনিংসে ৪০৪ রান করেও সেই টেস্টে হেরেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এই সিরিজেই অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৯৯ রানের অবিশ্বাস্য ব্যাটিংও করেছিলেন বিজয়। বিরাট কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে ১৫৭ রানের অবিশ্বাস্য পার্টনারশিপ করে দলকে অবিশ্বাস্য ঐতিহাসিক জয় এনে দিচ্ছিলেন। তবে একটুর জন্য ভারত সেই ম্য়াচে হেরে যায়। সেই সময় বিজয়ের কেরিয়ারটা একেবারে তুঙ্গে চলছিল। কিন্তু ২০১৭-১৮ মরসুমে ফর্ম হারিয়ে সেই যে বাদ পড়লেন, আর ফেরা হল না। টেস্ট ছাড়া সীমিত ওভারের ক্রিকেটে অবশ্য তেমন সাফল্য পাননি বিজয়। ২০১৫ সালে জিম্বাবোয়ে সফরে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের পর তাঁকে সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ দেওয়া হয়নি। যদিও এর মধ্য়ে আইপিএলে বেশ কিছু অবিশ্বাস্য ইনিংস খেলেন।