Team India: পূর্ণতার পর শূন্যতা নিউ জিল্যান্ডের, এজাজের দশে দশের পর ৬২ রানে শেষ কিউইরা, ফলো অন করালেন না বিরাট
পূর্ণতার পর শূন্যতার সেরা উদাহরণ হয়ে থাকল মুম্বই টেস্টের দ্বিতীয় দিন। দলের স্পিনার দশে দশ উইকেট নেওয়ার দাম রাখতে পার লেন না কিউই ব্যাটসম্যানরা।
মুম্বই, ৪ ডিসেম্বর: পূর্ণতার পর শূন্যতার সেরা উদাহরণ হয়ে থাকল মুম্বই টেস্টের দ্বিতীয় দিন। দলের স্পিনার দশে দশ উইকেট নেওয়ার দাম রাখতে পার লেন না কিউই ব্যাটসম্যানরা। মাত্র ৬২ রানে নিউজিল্যান্ডকে অলআউট (New Zealand All Out) করে দিল ভারত। সৌজন্যে মহম্মদ সিরাজের দুরন্ত ওপেনিং স্পেল। আগুনে বোলিংয়ে দ্রুত ৩ উইকেট নিয়ে কিউইদের কোমর ভেঙে দেওয়া। তারপর অশ্বিন-অক্ষর-জয়ন্ত যাদবদের (Ashwin-Axar Patel-Jayanta Yadav) হাতযশ। অশ্বিন পেলেন ৪ উইকেট, অক্ষর পাটেল ২টি এবং জয়ন্ত যাদব ১টি। মাত্র দু জন কিউই ব্যাটসম্যান দু অঙ্কের রান করেন। সর্বোচ্চ রান কেইল জেমিসন (১৭)-এর। ৩৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছিল কিউইরা।
এককথায় এজাজ পাটেলের ১০ উইকেটের সেলিব্রেশন করার মতোও সময় হয়নি এতো দ্রুত নিউজিল্যান্ড অলআউট হয়ে গেল। কীভাবে ম্যাচের রং বদলে যেতে পারে সেটা বোধহয় মুম্বইয়ে ভারত - নিউজিল্যান্ড ম্যাচ না দেখলে বোঝা যেত না। ভারতের প্রথম ইনিংসে মায়াঙ্ক ১৫০ রান করেছেন। সেই রানও টপকাতে পারল না কিউইরা। ভারতের লিড ২৬৩ রানের। তবু কিউইদের ফলো অন না করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেন কোহলিরা। এই টেস্টের এমন অবস্থা, রবিবার টেস্টের তৃতীয় দিনেই খেলা শেষ হয়ে যাওয়ার কথা। অন্তত কেন উইলিয়ামসনহীন কিউই ব্যাটিং দেখে তেমনই মনে হল। আরও পড়ুন: এজাজের দশ উইকেট নিয়ে কী বললেন কুম্বলে
দেখুন টুইট
অন্যদিকে, বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট তুলে নিলেন আজাজ।
স্পর্শ করলেন জিম লেকার এবং অনিল কুম্বলের রেকর্ডকে। আজাজের আগে জিম লেকার এবং কুম্বলের টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে। সেই সঙ্গে জন্মস্থানে গড়ে ফেললেন আরও একটি রেকর্ড। জন্মস্থানে সেরা বোলিং-এর নজির গড়ে ফেললেন আজাজ। টপকে গেলেন মুথাইয়া মুরলিথরনকেও।
২০০২ সালে নিজের জন্মস্থান ক্যান্ডিতে ৫১ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন মুরলিথরন। এটাই ছিল এতদিন জন্মস্থানে সেরা বোলিং পারফরম্যান্সের বিশ্ব রেকর্ড। শনিবার সেই রেকর্ডকেই টপকে গেলেন আজাজ। মুম্বইয়ে নিজের জন্মস্থানে ১১৯ রান দিয়ে ১০ উইকেট নেন তিনি। এই তালিকায় তিনে রয়েছেন আব্দুল কাদির। ১৯৮৭ সালে লাহোরে নিজের জন্মস্থানে ৫৬ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন আব্দুল কাদির।