Mohammad Kaif: টিমের ইন্ডিয়ার পাশে থেকে আবেগি টুইট মহম্মদ কাইফের
টি ২০ বিশ্বকাপ (T-20 World Cup) অভিযান আজ নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলে শেষ করবে ভারত (India)। কারণ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড ম্যাচ হেরে কার্যত সেমি ফাইনালের (Semi Final) আশা শেষ হয়ে গিয়েছিল।
নতুন দিল্লি, ৮ নভেম্বর: টি ২০ বিশ্বকাপ (T-20 World Cup) অভিযান আজ নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলে শেষ করবে ভারত (India)। কারণ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড ম্যাচ হেরে কার্যত সেমি ফাইনালের (Semi Final) আশা শেষ হয়ে গিয়েছিল। বেঁচে ছিল ক্ষীণ আশা, যদি কোনও ভাবে নিউজিল্যান্ডকে আফগানিস্তান হারাতে পারত তাহলে রান রেটের বিচারে সেমি ফাইনালে পৌঁছে যেত মেন ইন ব্লু। কিন্তু সেই আশাও শেষ। রবিবার আফগানিস্কানকে হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েঠে কেন উইলিয়ামসনের দল।
আর ভারতের বিশ্বকাপ অভিযান থেকে ছিটকে যাওয়া নিয়ে অনেক আগে থেকেই শুরু হয়েছিল ব্যাঙ্গ, বিদ্রুপ। আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে ভারতের বিদায়, আইপিএলকেই দুষলেন কপিল দেব
দেখুন টুইট
কেউ কেউ আবার দোষ দিচ্ছেন আইপিএলকে। কিন্তু এই কঠিন পরিস্থিতি দলের পাশে দাঁড়ানোর প্রয়োজন। এবার সেই কাজটাই করলেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)। আজকে সুপার টুয়েলভের শেষ ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে ভারতের খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার জন্য আবেগি টুইট করলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ কাইফ। তিনি টুইটে (Tweet) লেখেন, '' ২টি খারাপ ম্যাচের পরেই কোনও প্রকৃত ফ্যান প্রতারণা করে না। আপনি যদি ভারতের গাবা ও লর্ডস জয়ে সেলিব্রেট করে থাকেন, তাহলে আজ দুবাইয়েও দলের সঙ্গে থাকুন। অতীতে কখনও এতটা সমর্থনের প্রয়োজন হয়নি, আজ যতটা দরকার। টেলিভিশন অন করুন। টিমের ওপর বিশ্বাস রাখুন। আমি আছি।