Mohali Test: কোহলির শততম টেস্টে জাদেজার ইতিহাস, অশ্বিনের মাইলস্টোনে একপেশে ম্যাচে স্মরণীয় জয়
বিরাট কোহলির শততম টেস্ট সবদিক থেকে স্মরণীয় হয়ে থাকল। শ্রীলঙ্কাকে ফলো অন করিয়ে একপেশে জয়ের ম্যাচটা রবীন্দ্র জাদেজার দুরন্ত অলরাউন্ড রেকর্ড, রবীচন্দ্রন অশ্বিনের কপিল দেবকে ছাপিয়ে মাইলস্টোন গড়ার কারণে স্মরণীয় হয়ে থাকল।
মোহালি, ৬ মার্চ: বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট সবদিক থেকে স্মরণীয় হয়ে থাকল। শ্রীলঙ্কাকে ফলো অন করিয়ে একপেশে জয়ের ম্যাচটা রবীন্দ্র জাদেজা-র দুরন্ত অলরাউন্ড রেকর্ড, রবীচন্দ্রন অশ্বিনের কপিল দেবকে ছাপিয়ে মাইলস্টোন গড়ার কারণে স্মরণীয় হয়ে থাকল। ম্যাচের তৃতীয় দিনে, শ্রীলঙ্কার মোট ১৬টা উইকেট পড়ল। প্রথম ইনিংসে পাঁচ উইকেট সহ জাদেজা নিলেন মোট ৯টি উইকেট। মোহালিতে ইনিংস ও ২২২ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
ব্যাট হাতে ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন জাদেজা। এরপর ফলো অন হজম করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার চারজন ব্যাটারকে আউট করেন জাড্ডু। একই টেস্টে ইনিংসে ১৭৫ রান করার পর বল হাতে মোট ৯টা উইকেট নিয়ে ইতিহাস গড়লেন জাদেজা। অন্যদিকে, প্রথম ইনিংসে দুই উইকেটের পর দ্বিতীয় ইনিংসে অশ্বিন নিলেন ৪ উইকেটে। ফলে কপিল দেবের ৪৩৪ উইকেটের মাইলস্টোনকে ছাপিয়ে যান অশ্বিন। ৪৩৬ উইকেট নিয়ে অশ্বিন এখন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। অশ্বিনের আগে এখন শুধু অনিল কুম্বলে (৬১৯)।
দেখুন টুইট
মোহালি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই মাত্র ১৭৪ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। গতকাল, ম্যাচের দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ১০৮ রান। শ্রীলঙ্কার শেষ চারজন ব্যাটার শূন্য রানে আউট হয়ে যান। প্রথম ইনিংসে জাদেজার একার রানই ছাপিয়ে যেতে পারেনি শ্রীলঙ্কা।
আজ একটা সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ১৬১। সেখান থেকে শ্রীলঙ্কার বাকি ৬টা উইকেটের পতন হয় মাত্র ১৩ রানে। ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন জাদেজা। অশ্বিন , বুমরা দুটি করে উইকেট নেন, শামি নেন একটি উইকেট।
এক নজরে মোহালি টেস্টের স্কোরবোর্ড
ভারত: ৫৭৪/৮ (ডিক্লেয়ার)
শ্রীলঙ্কা: ১৭৪, ১৭৮
ভারত জয়ী ইনিংস ও ২২২ রানে।
ম্যাচের সেরা: রবীন্দ্র জাদেজা
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)