Rohit Sharma: সেলফি তুলে ভক্তের ফোন নিয়েই হাঁটা দিলেন রোহিত শর্মা, দেখুন ভিডিয়ো

গতকাল, রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ম্যাচে অবাক কাণ্ড ঘটালেন মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

গতকাল, রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ম্যাচে অবাক কাণ্ড ঘটালেন মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। গ্যালারির পাশ দিয়ে স্ট্য়ান্ডে উঠে যাওয়া রোহিতকে দেখে তার সঙ্গে সেলফি তোলার আবেদন করেন তার কয়েকজন ভক্ত। এই কারণে লোহার বেস্টনি টপকে নিজের ফোনটাও রোহিতের হাতে তুলে দেন এক ভক্ত। হাসি মুখে ওয়াংখেড়েতে উপস্থিত দর্শকদের সঙ্গে সেলফি তোলেন মুম্বই ইন্ডিয়ন্স অধিনায়ক। কিন্তু সেলফি তুলেই আপন মনেই ভক্তের সেই ফোন নিয়ে সোজা হাঁটা দেন রোহিত।

নিজের ফোন রোহিতের হাতে খোয়া যেতে দেখে, সেই ব্যক্তি চিতকার করে বলতে থাকেন, আরে ভাই, আমার ফোনটা তো দিয়ে যাও। চিতকার শুনে রোহিতের খেয়াল হয়, তার হাতের ফোনটা আসলে সেই দর্শকের। আরও পড়ুন-কমেন্ট্রি বক্স থেকে সোজা আইপিএলে খেলবেন কেদার যাদব! ডেভিড উইলির পরিবর্তে আরসিবি-র কেদার তাস

দেখুন ভিডিয়ো

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

হাসিমুখে তারপর তার সেই ভক্তকে ফোন ফেরত দেন রোহিত। পুরো ভিডিয়ো মুম্বই ইন্ডিয়ন্সের অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করা হল।



@endif