IPL 2022, LSG vs RCB: ইডেনে আজ বিরাট ম্যাচ, টিভি বা মোবাইলে সরাসরি দেখুন এভাবে
কলকাতা, ২৫ মে: আজ, বুধবার ইডেন গার্ডেন্সে বিরাট ম্যাচ। বিরাট কোহলিকে দেখতে ভিড় জমাবে বঙ্গবাসী। গতকাল, জোস বাটলার-ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া শো দেখার পর আজ বিরাট, রাহুল, দুপ্লেসি, দীনেশ কার্তিক শো দেখার অপেক্ষা। ইডেনে এলিমেনটর ম্যাচে মুখোমুখি লিগ পর্যায়ে তিন ও চারে থাকা লখনৌ সুপার জায়েন্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। আজ যারা হারবে তারা বিদায় নেবে। আর জয়ী দল শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ার টু-তে খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। কোয়ালিফায়ার টু ম্যাচে জয়ী দল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে ফাইনালে।
আজ ইডেনে ডু অর ডাই ম্যাচে বেশ কিছু দ্বৈরথ অপেক্ষা করে আছে- বিরাট কোহলি বনাম লোকেশ রাহুল, দুই দক্ষিণ আফ্রিকান- ফাফ দু প্লেসি বনাম ক্যুইন্টন ডি কক, গ্লেন ম্যাক্সওয়েল বনাম জেসন হোল্ডার। লিগের শেষ ম্যাচে কলকাতার বিরুদ্ধে দুরন্ত ১৪০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বইয়ের অপ্রত্যাশিত জয়ে বরাত জোরে প্লে অফে উঠে বেঙ্গালুরু।
খাতায় কলমে আরসিবি কিছুটা এগিয়ে থাকলেও, চলতি টুর্নামেন্টর পারফরম্যান্স অনুযায়ী এগিয়ে রাখতে হচ্ছে লখনৌ সুপার জায়েন্টসকে। লোকেশ রাহুলের দিকে তাকিয়ে থাকতে লখনৌ। অন্যদিকে, বিরাট কী করেন সেটা দেখার অপেক্ষায় গোটা ইডেন।
কবে, কখন, কোথায় আয়োজিত হবে আইপিএল ২০২২-র এলিমিনেটর ম্যাচ
আজ ১৫ মে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এলিমিনেটরে লখনৌ সুপার জায়েন্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরু ম্যাচ। এই ম্যাচে যারা জিতবে, তারা কোয়ালিফায়ার টু-তে উঠবে। শুক্রবার কোয়ালিফায়ার টু-তে রাজস্থধান রয়্যালসের বিরুদ্ধে জিতলে ফাইনালে উঠতে পারে লখনৌ বা বেঙ্গালুরু। আর আজ হারলে বিদায় নিতে হবে।
টিভিতে কোথায় সরাসরি দেখা যাবে এই খেলা
আইপিএলের অফিসিয়াল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি পাশাপাশি দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় সরাসরি দেখানো হবে ম্যাচ। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার সিলেক্ট এইচডি ওয়ানে সরাসরি দেখানো হবে খেলা। খেলা শুরু সাড়ে সাতটা থেকে। তবে খেলার কভারেজ শুরু সন্ধ্যা ৬টা থেকে।
অনলাইনে কীভাবে সরাসরি দেখাবেন খেলা
ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।
বৃষ্টিতে পুরোপুরি ভেস্তে গেলে ফল কী হবে
আইপিএলের প্লে অফে কোনও রিজার্ভ ডে নেই। তাই খেলা ভেস্তে গেলে ঠিক হবে, লিগ পর্যায়ে কারা আগে ছিল, তারাই পরের রাউন্ডে উঠবে। মানে যেহেতু লিগ পর্যায়ে লখবৌ সুপার জায়েন্টস তিনে ছিল, আর আরসিবি ছিল চার নম্বরে, তাই আজ ম্যাচ পুরোপুরি ভেস্তে গেলে লোকেশ রাহুলের লখনৌ কোয়ালিফায়ার টু-তে উঠবে, বিদায় নেবে বেঙ্গালুরু।
দু দলের সম্ভাব্য একাদশ
লখনৌ- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, এভিন লুইস, দীপক হুডা, মার্কস স্টয়নিস, ক্রুনাল পান্ডিয়া, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, মহসিন খান, আবেশ খান, রবী বিষ্ণু।
আরসিবি- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, মহিপাল লমলোর, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ/সিদ্ধার্থ কৌল, জোস হ্যাজেলউড
পিচ কেমন
ব্যাটসম্যানদের সহায়ক পিচ। তবে শুরুতে সিমাররা সুবিধা পেতে পারেন। রান তাড়া করতে নামলে অতিরিক্ত সুবিধা মিলতে পারে। হাই স্কোরিং ম্যাচ হতে পারে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)